দেশের খবর
স্বস্তি ফিরছে দেশে, করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুটা স্বস্তি ফিরছে দেশে। আফ্রিকা থেকে যখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তখনই সারা বিশ্বে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়। বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। অনেক দেশ করোনা সংক্রমণ রোধের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন ভাবে সতর্ক বার্তা দিতে শুরু করে। সারা বিশ্বের পাশাপাশি ভারতেও হানা দিয়েছে ওমিক্রন। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রোধের জন্য বিদেশ থেকে আশা নাগরিকদের বিমানবন্দরে আরটিপিসিআর-এর ব্যবস্থা করে সরকার। পাশাপাশি ষাটোর্ধ্বদের এবং করোনা যোদ্ধাদের বুস্টার এবং ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। সরকারের একাধিক পদক্ষেপের জন্য আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছছ। স্বস্তির খবর, গত কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। পাশাপাশি, বারছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আবারও কমল সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন।
যা শুক্রবারের তুলনায় ১৪ শতাংশ কম। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৬৬৪ জন। সংক্রমণ কমায় দেশে আরও কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার কমে হয়েছে ৭.৯৮ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ্য হয়ে উঠেছেন ২ লক্ষ ৩০ হাজার ৮১৪ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ্য হয়ে উঠেছেন মোট ৪ কোটি ২ লক্ষ ৪৭ হাজার ৯০২। তবে মৃত্যুর সংখ্যা এক হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ১ হাজার ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৮৫৬টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৩ কোটি ৭৪ লক্ষ ৮ হাজার ১৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪৭ লক্ষ ৫৩ হাজার ৮১ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৮ কোটি ৯৮ লক্ষ ১৭ হাজার ১৯৯ জনের।