বাংলার খবর
বাইক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তারাতলা থেকে বজবজ গামী সম্প্রীতি উরালপুলে বাইক দুর্ঘটনায় একই পরিবারের এক শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার তারাতলা-বজবজ সংযোগকারী সম্প্রীতি উড়ালপুল ধরে বিয়েবাড়ি যাচ্ছিলেন একবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ (৩৫) নামে এক ব্যক্তি।
তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নাগমা খাতুন (২৮) ও তাঁদের সন্তান ফারদিন খান (১০)। উলটোদিকে দিক থেকে একটি বাস আসছিল। দুপুর দু’টো নাগাদ রামপুর এলাকায় বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন ওই তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক বাইক চালক বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা পঙ্কজকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। বাটানগর পোস্ট অফিসে কর্মরত পঙ্কজ মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর হাত-পা ভেঙে গিয়েছে। পরে, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন দুর্ঘটনার জেরে উড়ালপুলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দেহগুলি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনজন আরোহীকে নিয়ে রামপুরের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির।