দেশের খবর
দেশে কিছুটা বাড়ল করোনা আক্রান্তর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের অকালে মৃত্যু হয়েছে। করোনা অতিমারির জন্য জনজীবন বিপর্যস্ত। বহু দিন ধরেই বন্ধ রয়েছে স্কুল, কলেজ।
এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। ধীরে ধীরে স্কুল, কলেজ খুলতে শুরু করে। এরপর আফ্রিকায় হানা দেয় ওমিক্রন। তা পরপর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ওমিক্রন যখন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ঠিক সেই সময় প্রভাব বাড়তে থাকে করোনার। ক্রমেই বাড়তে থাকে আক্রান্তর সংখ্যা। সারা বিশ্বের মতো ভারতেও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তর পাশাপাশি বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৫৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৩ লক্ষ ৭১ হাজার ৫০০ জন। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও।
১৬.১৬ শতাংশ থেকে গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৯.৫৯ শতাংশ। তবে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭০ জনের। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৭৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন। দেশ জুড়ে সুস্থতার হার কমে ৯৩.৩৩ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ্য হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৬২ হাজার ২৬১ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭২ কোটি ২১ লক্ষ ৬৬ হাজার ২৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ২২ লক্ষ ৩৫ হাজার ২৬৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকাকরণ হয়েছে মোট ১৬৩ কোটি ৮৪ লক্ষ ৩৯ হাজার ২০৭ জনের।