দেশের খবর
দীঘায় কাঁকড়া খেয়ে পর্যটকের মৃত্যু!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে এক মহিলা পর্যটকের মৃত্যু হল। মৃতার নাম ঋত্বিকা ভগৎ। বয়স ১৭। বাড়ি বীরভূম জেলার রামপুরহাটে। বৃহস্পতিবার দিদি-জামাইবাবুর সঙ্গেই বেড়াতে গিয়েছিলেন দীঘায়। সুমদ্র সৈকতে বেড়াতে বেরিয়ে কাঁকড়া ভাজা খান। তারপরই ওই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতা ঋত্বিকার পরিবারের লোকজন জানিয়েছেন, ঋত্বিকার এলার্জি ও শ্বাসকষ্ট হচ্ছিল। ঘটনরার তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজন পর্যটকের সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছে।
যার কারণে সামুদ্রিক কাঁকড়া বিক্রি নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় কিছু ব্যবসায়ীও দাবি করেছেন, সমুদ্রের ধারে পর্যটকদের নানা রকমের রঙিন মাছেমাছ ভাজা ও কাঁকড়া ভাজা খাওয়ার ফলে অধিকাংশ পর্যটক অসুস্থ হয়ে পড়ছেন। তাঁরা খাদ্য সুরক্ষা দফতরের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, দীঘা হাসপাতালে সুচিকিৎসার বেবস্থা নেই। দীঘার মতো পর্যটন শহরে প্রায় প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু দীঘাতেই উন্নত মানের হাসপাতাল নেই।