দেশের খবর
মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে রাজ্যসভার সদস্য হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার! গত দু-এক দিন ধরেই জাতীয় রাজনৈতিক মহলে এই সম্ভাবনার কথা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সেই জল্পনা সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিল নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)।
গত বৃহস্পতিবার, সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নীতীশ কুমার বলেছিলেন, তিনি লোকসভার সদস্য হিসেবে কাজ করেছেন, বিধানসভার সদস্য হিসেবে কাজ করেছেন এবং বিধান পরিষদেও তিনি ছিলেন। এখন শুধু তাঁর রাজ্যসভায় যাওয়াই বাকি আছে। যদিও পরে তিনি জানিয়েছিলেন, সংসদের উচ্চকক্ষে যাওয়ার কোনও সম্ভাবনাই তাঁর নেই। তাঁর এই বক্তব্যের পর শুরু হয়ে যায় জোর জল্পনা। অবশেষে সেই জল্পনায় জল ঢালে জনতা দল ইউনাইটেডের সাধারণ সম্পাদক তথা বিহারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা। শুক্রবার তিনি ট্যুইট করে জানিয়েছেন সবটাই গুজব। তিনি লিখেছেন, ‘আমি এই গুজব শুনে অবাক হয়েছি যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার কথা ভাবছেন। এটা ক্ষতিকর, এবং সত্য থেকে অনেক দূরে।
নীতীশ কুমারের বিহারের সেবা করার জন্য জনাদেশ রয়েছে এবং তিনি পুরো মেয়াদ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি কোথাও যাচ্ছেন না।’ এই প্রসঙ্গে বেঙ্গল এক্সপ্রেস-এর পক্ষ থেকে জেডিইউ-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অমিতাভ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত এরকম কোনও সম্ভাবনাই নেই। তাছাড়া উনি রাজ্যসভায় যেতে যাবেনই বা কেন!’ বিহারে বিজেপি নেতা তারকিশোর প্রসাদ জানিয়েছেন, বিহারের পরিবর্তনে মুখ্যমন্ত্রী অসামান্য ভূমিকা রেখেছেন। তাই তাঁর রাজ্যসভার সদস্য হওয়ার কোনও সম্ভাবনাই নেই। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী থাকছেন।