দেশের খবর
তিনমাসের শিশুকন্যাকে ৭ বার বিক্রির চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় বাবা সহ ১১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দু’মাসের মধ্যে তিনমাসের শিশুকন্যাকে সাতবার বিক্রির চেষ্টার অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় বাবা সহ শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত ১১ অপরাধী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাবা তার তিনমাসের শিশুকন্যাকে ৭০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। এই বিষয়ে বাচ্চাটির মা এবং ঠাকুমার থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। ঘটনায় গ্রেফতার করা হয় ওই খুদে শিশুর বাবা সহ মোট ১১ জনকে। জানা গিয়েছে ধৃতেরা সকলেই শিশু বিক্রি এবং বিভিন্ন জায়গায় মোটা টাকার বিনিময়ে শিশুপাচার চক্রের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, এই চক্রের পিছনে আর কোনও বড় মাথা রয়েছে কি না তা খতিয়ে ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ।
জানা গিয়েছে, Mangalgiri-এর উত্তর ডিভিশনের পুলিশ সুপার J Rambabu এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে জানিয়েছেন, বিক্রি হয়ে যাওয়া ওই বাচ্চাটিকে অন্ধ্রপ্রদেশের Vijayawada থেকে উদ্ধার করা হয়েছে। আদতে Mangalagiri-এর বাসিন্দা ওই শিশুকন্যাকে এর আগে হায়দরাবাদ, দেউচাপালি এবং বিজয়ওয়াদা এলাকায় বিক্রি করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল।
আরও পড়ুন: চাকুরিজীবীদের জন্য রয়েছে সুখবর, DA বাড়ল ৩ শতাংশ
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত ওই শিশুকন্যার বাবার বিরুদ্ধে এর আগে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। যদিও তিনি বিভিন্ন হাত মারফত তার মাত্র তিনমাসের বাচ্চাকে একাধিক জায়গায় বিক্রির চেষ্টা করেছিল। গ্রেফতারের আগে সে খুদে শিশু কন্যাকে আড়াই লাখ টাকায় বিক্রির চেষ্টা করেছিল।
আরও পড়ুন: হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি, শাস্তির মুখে কর্ণাটকের ৭ স্কুল শিক্ষক
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনোজ। এর আগে তিনি তার বাচ্চাকে একজন বিবাহিত মহিলার কাছে বিক্রি করার চেষ্টা করেছিল। এছাড়াও আরেক অভিযুক্ত নূর জাহানের সহযোগিতায় Anubhoju Uday Kiran নামের এক ব্যক্তির কাছে একলাখ ৯০ হাজার টাকায় তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। তিনি তাকে বিজয়ওয়াড়া বেঞ্জ সার্কেলের পাদালা শ্রাবণীর কাছে ২,০০,০০০ টাকায় বিক্রি করেছিলেন। পাদালা শ্রাবণী শিশুটিকে ২,২০,০০০ টাকায় বিজয়ওয়াড়ার গোল্লাপুডির গারিকামুক্কু বিজয়লক্ষ্মীর কাছে বিক্রি করেন। যিনি শেষ পর্যন্ত পূর্ব গোদাবরী জেলার এলুরুর ভারে রমেশের কাছে ২,৫০,০০০ টাকায় শিশুটিকে বিক্রি করেন।