বাংলার খবর
রাজভবনে গিয়ে রাজ্যপালকে নিজের আঁকা ছবি উপহার মুখ্যমন্ত্রীর! ধন্যবাদ জানালেন সস্ত্রীক রাজ্যপাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে বরফ গলতে শুরু করল! বৃহস্পতিবার বিকালে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর এই জল্পনাই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। বৃহস্পতিবার বিকালে নবান্ন থেকে বেরিয়ে হঠাৎই মুখ্যমন্ত্রী রাজভবনে যান। তিনি ঘণ্টাখানেক রাজভবনে ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁর আঁকা একটি ছবি সই করে রাজ্যপাল জগদীপ ধনকরকে উপহারও দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ টাউনহলের দিকের গেট দিয়ে রাজভবনে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তারপরই টুইটারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সেই ভিডিও এবং বেশ কিছু ছবি পোস্ট করেন রাজ্যপাল। তাতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী এবং ফিরাদ হাকিম ঢোকা মাত্রই তাঁদের হাসিমুখে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনকর এবং তাঁর স্ত্রী। দুই পক্ষই হাতজোড় করে প্রণাম করেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালের স্ত্রীর হাত ধরে কুশল বিনিময় করেন। তারপরই নিজের হাতে আঁকা একটি ছবি সই করে রাজ্যপালের হাতে উপহার স্বরূপ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও পাল্টা উপহারস্বরূপ মুখ্যমন্ত্রীর হাতে ফুলের তোড়া সহ বেশকিছু স্মারক তুলে দেন। এরপর দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপচারিতাও চলে। ঘণ্টাখানেক থেকে রাজভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
শুক্রবার থেকেই বিধানসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। সেই অধিবেশনে রাজ্যপালকে আমন্ত্রণ জানাতেই মুখ্যমন্ত্রীর রাজভবন যাওয়া বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবারের বাদল অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি দফতর গুলোর অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল আনতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে উচ্চ শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে সরকার। সেই বিল গুলোতে অনুমোদন পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেই নিয়ে কথা বলতেই মুখ্যমন্ত্রীর আচমকা এই রাজভবন সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল।
গত কয়েক বছরে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যা নিয়ে রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত চরমে পৌঁছেছে। একটা সময় দুই পক্ষের মধ্যে তরজা এমন জায়গায় পৌঁছে ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে টুইটারে ব্লক করে দেওয়ার কথাও ঘোষণা করেন। এর মধ্যেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর রাজভবনে যাওয়া এবং রাজ্যপালের হাতে নিজের আঁকা ছবি সই করে উপহার হিসেবে তুলে দেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি দু’জনের সম্পর্কে বরফ গলতে চলেছে! এই জল্পনাই ঘুরছে সর্বত্র।
এদিকে, মুখ্যমন্ত্রী রাজভবনে এসেছেন শুনে তাঁর সঙ্গে দেখা করতে শহিদ মিনারের কাছে অনশন মঞ্চ থেকে রাজ ভবনের গেটের সামনে ছুটে আসেন শারীরশিক্ষা, কর্মশিক্ষার ১৬ জন চাকরিপ্রার্থী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার নাছোড় জেদ ধরেন অনশনরত এসএলএসটি চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে ধধস্তাধস্তিও শুরু হয় তাঁদের। ডিসি সেন্ট্রাল বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁরা তাদের দাবিতে অনড় ছিলেন। পরে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়।