শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গী হামলা! নিহত ৩ পুলিশ কর্মী, জখম ১৪
Connect with us

দেশের খবর

শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গী হামলা! নিহত ৩ পুলিশ কর্মী, জখম ১৪

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। সোমবার সন্ধ্যায় শ্রীনগরে পাঠান চকের কাছে পুলিশের বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাল জঙ্গীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ পুলিশ কর্মীর। গুরুতরভাবে জখম হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জখম পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছেন বাহিনীর জওয়ানরা। জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঠানচকের কাছে সেনা ক্যাম্পের অদূরেই আচমকাই ওই পুলিশ বাসটিতে গুলি চালাতে শুরু করে জঙ্গীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের ছাদে উঠে স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালায় জঙ্গীরা। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারিও পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে হামলা চালিয়ে একই ভাবে ৪০ জন জওয়ানকে খুন করেছিল জঙ্গীরা।

এই পাঠানচক এলাকায় নিরাপত্তা বাহিনীর একাধিক শিবির সহ বিভিন্ন সরকারি দফতর রয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা এই এলাকায় কী করে জঙ্গীরা অনায়াসে ঢুকে গুলি চালাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত আগস্টে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ এবং হামলার সংখ্যা বেড়েছে। গত কয়েকদিন ধরেই উপত্যকায় জঙ্গি গতিবিধি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছিল। গত সপ্তাহেই বারাগাম ও পুলওয়ামায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। এই দুই এনকাউন্টারে তিনজন জঙ্গী মারা পড়েছিলেন। উপত্যকায় একের পর এক জঙ্গী হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি উদ্বেগও বাড়তে শুরু করেছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.