জম্মু কাশ্মীরের গণতন্ত্র মজবুত হচ্ছে: মোদি
Connect with us

দেশের খবর

জম্মু কাশ্মীরের গণতন্ত্র মজবুত হচ্ছে: মোদি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাশ্মীরের বিশেষ অধিকার ৩৭০ ধারা রদের পর প্রথমবার জম্মু কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী Narendra Modi। পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষ্যে রবিবার দুপুরে জম্মুর সাম্বায় বিশাল এক জনসভার আয়োজন করা হয়।

এদিন সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”জম্মু কাশ্মীরের উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে। সকলে একসঙ্গে চেষ্টা করলে কী-হয়, জম্মু-কাশ্মীর দেখলেই বোঝা যায়। জম্মু কাশ্মীরের তরুণ প্রজন্মদের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছে সরকার।” এছাড়াও এদিন তিনি আরও বলেন,”জম্মু কাশ্মীরের গণতন্ত্র মজবুত হচ্ছে। ২ বছরে এখানে ৩৮ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে।”

আরও পড়ুন: নমোর সফরের আগে জম্মুর গ্রামে প্রবল বিস্ফোরণ

Advertisement

মোদি বলেন, ”ভারতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়েছিল দেশের স্বার্থেই। অনেক আইন জম্মু-কাশ্মীরে জারি ছিল না। মোদি সরকার এসে সংরক্ষণ নিয়ে আম্বেদকরের স্বপ্ন পূরণ করেছে। জম্মু-কাশ্মীরের উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে। ২০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হয়েছে। আগে দিল্লি থেকে ফাইলস আসতে তিন সপ্তাহ লাগত। এখন দ্রুত প্রকল্প চালু হয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীরের যুবকদের দ্রুত কর্মসংস্থান হবে।”

আরও পড়ুন: শরীর ভালো নেই! CBI হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

উল্লেখ্য, উপত্যকার উন্নয়নে মোদীর হাত ধরেই এদিন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হতে চলেছে। কম-বেশি প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়নমুখী প্রকল্পের পথ চলা শুরু হবে আজ নমোর হাত ধরেই। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগে কাশ্মীর পুলিশ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-এ মহম্মদের ২ সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন কাশ্মীরের বাসিন্দা। শুক্রবার সকাল থেকেই জম্মুতে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.