দেশের খবর
ওমিক্রনে ব্রিটেনে প্রথম মৃত্যু! লন্ডনে ক্রমশ উদ্বেগ বাড়ছে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোটা বিশ্বের সঙ্গে ভারতেও উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। ইতি মধ্যেই বিশ্বের ৫৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন প্রজাতি। তারমধ্যে ভারতও রয়েছে। দেশে ইতিমধ্যেই ৩৮ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। এতদিন এই প্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও সেইভাবে মৃত্যুর কোনও খবর ছিল না।
এবার ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত এক করোনা রোগীর প্রথম মৃত্যু হল। সোমবার নিজেই এই কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, লন্ডনে প্রায় ৪০ শতাংশ করোনা সংক্রমণের ক্ষেত্রে দায়ী ওমিক্রন স্ট্রেইন। হাসপাতালগুলিতে এই স্ট্রেইনে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে বিশ্বের মধ্যে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ডেনমার্কে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।
তবে ভারতেও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবারই চণ্ডীগঢ়, অন্ধ্র প্রদেশ এবং কেরলে একজন করে আক্রান্তের খোঁজ মিলেছিল। তারমধ্যে চণ্ডীগঢ় এবংঅন্ধ্রে প্রথম ওমিক্রন সংক্রমণ হল। গোটা বিশ্বকেই প্রতি মুহূর্তে ওমিক্রন নিয়ে সতর্ক করে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। তারা জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা না গেলেও খুব দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে করোনার এই নয়া প্রজাতি। শুধু তাই নয়, এই প্রজাতি ভ্যাকসিনের কার্যকারিতাও কমিয়ে দিচ্ছে। তাই যথাযথ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে হু।