দেশের খবর
অশান্ত উপত্যকা, জঙ্গি হামলায় নিহত কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের উত্তপ্ত উপত্যকা। কাশ্মীরি পন্ডিতের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারালেন কাশ্মীরের এক স্পেশ্যাল পুলিশ অফিসার।
সূত্রের খবর, মৃত ওই স্পেশ্যাল পুলিশ আধিকারিকের নাম রিয়াজ আহমেদ ঠোকরে। তাঁর বাড়ি জম্মু কাশ্মীরের গুডোরা গ্রামের পুলওয়ামাতে। শুক্রবার সকালে নিজের বাড়িতেই জঙ্গি হামলার শিকার হন তিনি। জানা গিয়েছে, জঙ্গি হামলার পর জখম ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
Injured Police Constable Reyaz Ahmad Thoker #succumbed to his injuries at hospital & attained #martyrdom. We pay rich #tributes to the #martyr & stand by his family at this critical juncture.@JmuKmrPolice https://t.co/SKKXWWd0hW
— Kashmir Zone Police (@KashmirPolice) May 13, 2022
এই বিষয়ে কাশ্মীর পুলিশের তরফে এক টুইট বার্তায় জঙ্গি হামলায় যে স্পেশ্যাল পুলিশ অফিসার রিয়াজ আহমেদ ঠোকরের মৃত্যু হয়েছে সেই খবর নিশ্চিত করে জানানো হয়েছে। ওই টুইট বার্তায় আরও বলা হয়েছে, ”জঙ্গি হামলায় আহত পুলিশ অফিসার রিয়াজ আহমেদ ঠোকরে আজ সকালে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারিয়েছেন। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাচ্ছি। সবরকম পরিস্থিতিতে আমরা মৃতের পরিবারের পাশে রয়েছি।”
আরও পড়ুন: প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, মৃত ২ পাইলট
উল্লেখ্য, বুদগাম গ্রামের কাশ্মীরি পন্ডিত রাহুল ভাটের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের শুক্রবার সকালে কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার রিয়াজ আহমেদ ঠোকরের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপত্যকায়।
আরও পড়ুন: সংক্রমণ-মুক্তির ২ বছর পরও দেহে থাকছে করোনা উপসর্গ, দাবি ল্যানসেটের
এদিকে চলতি বছরে ভূস্বর্গে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য মিলেছে সেনার। ১৬৮ জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির মধ্যেই ৭৫ জনকে খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী।