দেশের খবর
সাগরদীঘিতে লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার এক যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার ভোর রাতে সাগরদীঘি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ৩৪ নং জাতীয় সড়কে সেখদীঘি বাসস্ট্যান্ডের কাছ থাকে লক্ষাধিক টাকার হেরোইন-সহ এক যুবককে গ্রেফতার করল। ভোররাতের দিকে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ।তাঁর পিঠ একটা ব্যাগ ছিল।
তাঁকে আটক করলে তাঁর কাছ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। হেরোইন সহ ঐ যুবকে আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম সামিরুল ইসলাম। তাঁর বাড়ী রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই হেরোইন হাত বদলের উদ্দেশ্যে ওই ব্যক্তি সাগরদীঘির সেখদীঘি বাসষ্ট্যান্ড এলাকায় আসে। আজ তাঁকে সাগরদীঘি থানার পুলিশ সাত দিনের হেফাজত চেয়ে বহরমপুর এনডিপিএস আদালতে তোলে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে কারা যুক্ত আছেন, তা খতিয়ে দেখছে সাগরদীঘি থানার পুলিশ।