দেশের খবর
নমোর সফরের আগে জম্মুর গ্রামে প্রবল বিস্ফোরণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর রবিবার প্রথম জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Narendra Modi। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভূস্বর্গকে।
কিন্তু এতকিছুর মধ্যেও ঘটল বিপত্তি। মোদির সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বিস্নাহের একটি গ্রাম। রবিবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ওই গ্রাম থেকে। রবিবারই মোদী সাম্বার পাল্লিতে যাবেন। পাল্লি থেকে লালিয়ানা গ্রামের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এই লালিয়ানা গ্রামেই রবিবার ভোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ‘R’ ভ্যালুর মান, এবার কি আসছে চতুর্থ ঢেউ!
বিস্ফোরণের এই খবরের সত্যতা স্বীকার করে এই বিষয়ে জম্মু কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ এক কর্তা জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে চারটের দিকে গ্রামের একটি চাষের জমিতে বিস্ফোরণের জেরে ছোট গর্ত তৈরি হয়। তবে এই বিস্ফোরণের পিছনে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত রয়েছে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই পুলিশকর্তা জানিয়েছেন, বিস্ফোরণটি বজ্রপাত বা একটি ছোট উল্কাপিণ্ডের মতো বস্তুর কারণেও হয়ে থাকতে পারে। যদিও গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে নাকা তল্লাশি।
আরও পড়ুন: দুর্দিনে সারা বিশ্বকে খাওয়ানোর সামর্থ্য রয়েছে ভারতের: মোদি
প্রসঙ্গত, রবিবার জম্মুতে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকার উন্নয়নে মোদীর হাত ধরেই এদিন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হতে চলেছে। কম-বেশি প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়নমুখী প্রকল্পের পথ চলা শুরু হবে আজ নমোর হাত ধরেই। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগে কাশ্মীর পুলিশ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-এ মহম্মদের ২ সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন কাশ্মীরের বাসিন্দা। শুক্রবার সকাল থেকেই জম্মুতে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে।