দেশের খবর
নাকচ করেছেন বিয়ের প্রস্তাব! সহকর্মীর মুখে অ্যাসিড ছুঁড়ল যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার জের! সহকর্মীর হাতে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। আক্রান্ত ওই মহিলা বেঙ্গালুরুরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, অ্যাসিড আক্রান্ত বছর ৩২-এর ওই মহিলা ডিভোর্সী ছিলেন। তাঁর ৩ সন্তানও রয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত তথা ওই মহিলার সহকর্মী আহমেদের (৩৬) সঙ্গে একই কারখানায় কাজ করত সে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল আহমেদ। কিন্তু কিছুতেই আহমেদের প্রস্তাবে রাজি হচ্ছিল না সে।
আরও পড়ুন: আবারও কমল টাকার দাম, মহার্ঘ্য হতে পারে পেট্রোপণ্য
সূত্রের খবর, ওই মহিলা সহকর্মী বার-বার আহমেদের বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ায় তাঁর উপর ক্ষেপে ওঠে আহমেদ। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতেই এদিন প্রকাশ্য দিবালোকে এমন কাণ্ড ঘটায় ওই ব্যক্তি। এদিকে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আহমেদ। এই বিষয়ে বেঙ্গালুরু সাউথের DSP হরিশ পান্ডে জানিয়েছেন, আক্রান্ত ওই মহিলা বর্তমানে সুস্থ এবং বিপদমুক্ত আছেন।
আরও পড়ুন: Presidential polls: ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই
পুলিশ জানিয়েছে, দু’জনে প্রায় তিন বছর ধরে একে অপরকে চিনত এবং ধূপ তৈরির কারখানায় একসঙ্গে কাজ করত। আহমেদ গত কয়েক সপ্তাহ ধরে ওই মহিলাকে বিয়ে করার জন্য জোর করছিল। কিন্তু বার-বার প্রত্যাখ্যাত হওয়ায় এদিন ক্ষুব্ধ হয়ে ওঠে সে। এরপরই ওই মহিলাকে লক্ষ্য করে এদিন অ্যাসিড ছোঁড়ে সে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।