দেশের খবর
Presidential polls: ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামনাথ কোবিন্দের পর ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে। ভোটের ফল বেরোবে ২১ জুলাই।
রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির দিন- ১৫ জুন। ২৯ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়পত্র স্ক্রুটিনির শেষ দিন ৩০ জুন।
রাষ্ট্রপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের শেষ দিন ২ জুলাই। ভোটগ্রহণ হবে ১৮ জুলাই। ফলাফল ও গণনা হবে ২১ জুলাই। যেহেতু বর্তমান রাষ্ট্রপতি কোবিন্দ আগামী ২ জুলাই অবসর নিচ্ছেন, তার আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেরে ফেলতে হবে কমিশনকে। ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল ১৭ জুলাই। ভোটগণনা হয় ২০ জুলাই।