অপূর্ণ রয়ে গেল তাজ-কাহিনী শোনার ইচ্ছা, আদালতে খারিজ বিজেপি নেতার জনস্বার্থ মামলা
Connect with us

দেশের খবর

অপূর্ণ রয়ে গেল তাজ-কাহিনী শোনার ইচ্ছা, আদালতে খারিজ বিজেপি নেতার জনস্বার্থ মামলা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাজমহলের অজানা ইতিহাস জানতে চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা। বৃহস্পতিবার সেই মামলার রায়ে কড়া প্রতিক্রিয়া দিল এলাহাবাদ হাইকোর্ট।

এই বিষয়ে বৃহস্পতিবার শুনানিপর্বে আবেদনকারী পক্ষের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেন, ”এ ভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করা চেষ্টা করবেন না।” তাজমহলের বন্ধ থাকা ২২টি ঘর খুলে দেখার আবেদনও খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: হয় নাতি-নাতনী না হয় পাঁচকোটি, ছেলে- বৌমার বিরুদ্ধে আদালতে বৃদ্ধ দম্পতি

পাশাপাশি, তিনি তাজমহলের অন্দরে দীর্ঘ দিন ধরে ২২টি ঘর বন্ধ রয়েছে দাবি করে, এএসআই-এর প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলি খোলারও দাবি জানান তিনি। এমন দাবি প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চের প্রতিক্রিয়া— ‘এর পর তো আগামিকাল আপনারা আমাদের চেম্বার খুলে কী আছে দেখার অনুমতি চাইবেন।’

আরও পড়ুন: কে হবেন দেশের পরবর্তী নির্বাচন কমিশনার, নাম ঘোষণা করল কেন্দ্র

Advertisement

এদিকে এই ঘটনার পরও থেমে থাকেননি ওই বিজেপি নেতা। আদালতের এই রায়ের পর তাঁর আইনজীবী রুদ্র বিক্রম সিং জানিয়েছেন, তিনি এখানেই থেমে থাকবেন না। এই মামলা নিয়ে তিনি সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয় আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে তাজমহলের বন্ধ কামরা খোলার কথাও জানিয়েছেন তিনি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.