দেশের খবর
বিধায়কের পোস্টারে লাল আবির! উত্তেজনা অশোকনগরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির প্রথম ঢেউ থেকেই স্কুল, কলেজ বন্ধ। বন্ধ পড়াশোনা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করতেই স্কুল, কলেজ খোলার কথা ঘোষণা করে সরকার। এরপর আফ্রিকায় হানা দেয় ওমিক্রন। ফলে সারা বিশ্বে বাড়তে থাকে করোনা।
ফলে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। পরিস্থিতি স্বাভাবিক হতেই স্কুল-কলেজ খোলার দাবিতে আন্দোলন শুরু করে বাম ছাত্র সংগঠন এসএফআই সহ অন্যান্য বিরোধী দল। সারারজ্য জুড়ে আন্দোলন শুরু হয়। গত ৩১ জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল এসএফআই। ওইদিনই বেলার দিকে মুখ্যমন্ত্রী আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেন। স্কুল খোলার কথা ঘোষণা হতেই এসএফআই কর্মী-সদস্যরা আন্দোলনের সাফল্য উদযাপন করতে লাল আবির খেলতে শুরু করে। জেলায় জেলায় শুরু হয় বিজয় মিছিল। আর এখানেই বাঁধে বিপত্তি।
এই বিজয় উৎসবের সময় লাল আবির গিয়ে পড়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর ফ্লেক্সে। তৃণমূলের অভিযোগ, নারায়ণ গোস্বামীর ফ্লেক্সের উপর লাল আবির মাখিয়ে দেন জেলা এসএফআই সাধারণ সম্পাদক আকাশ কর। ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এই খবর জানাজানি হতেই তৃণমূল নেতা-কর্মীরা ভির জমাতে শুরু করেন। অশোকনগরে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক নারায়ণ গোস্বামী। ছুটে আসে অশোকনগর থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিছিল করে অশোক নগর থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করে তৃণমূল। তাদের মূল দাবি অবিলম্বে আকাশ করকে গ্রেফতার করতে হবে। এরপর তারা অশোকনগর চৌরঙ্গী মোড়ে এসে লাল আবির মাখানো নারায়ণ গোস্বামীর ফ্লেক্স গঙ্গা জল এবং দুধ দিয়ে শুদ্ধিকরণ করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি এসএফআই নেতৃত্ব।