বাংলার খবর
BDO-দের রাস্তায় উলঙ্গ করে ঘোরানোর হুঁশিয়ারি, বিতর্কে BJP বিধায়ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘যেদিন আপনাদের দুর্নীতির প্রমান দেবো সেদিন রাস্তায় উলঙ্গ করে দাঁড় করাবো’ বিডিওকে হুঁশিয়ারি বাঁকুড়ার বিধায়কের।
যে বিধায়ক চপ ভেজে কিছু দিন আগে বির্তকে জড়িয়েছিলেন, তিনি আজ বিডিওর বিরুদ্ধে কুচরিকর মন্তব্য করে ফের বির্তকে জড়ালেন। ইনি হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা।
জানা গিয়েছে, কিছুদিন আগে বিতর্ক উঠেছিল, তিনি নাকি দুর্নীতি করে তাঁর মেয়েকে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দিয়েছেন। সেই বিষয়ে সিআইডির তলব মিলেছে বিধায়ক কন্যার।বুধবার বাঁকুড়া ১ নং ব্লকের বিডিওর কাছে একাধিক ইস্যু নিয়ে একটি ডেপুটেশান জমা দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: ফের বাড়বে অস্বস্তি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ
এর পরে প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”আমাদের একটা অহেতুক দোষে দোষী করছে বর্তমান তৃণমূল সরকার। তাদের যে হাজার হাজার দুর্নীতি আছে সেগুলোর অনেক প্রমান আছে আমার কাছে”। দু’নম্বরি করে পুকুর কাটার টাকা,জলভরো জলধর প্রকল্পের টাকা সহ একাধিক প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগ আনেন তিনি।
আরও পড়ুন: ভগ্নপ্রায় যামিনী রায়ের বসত ভিটে, দাবি হেরিটেজ স্বীকৃতির
তিনি এও বলেন, ”বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বজনপোষন করে চাকরি দিয়েছে এই সরকার। বিডিওকে উদ্দেশ্য করে বলেন, যখন আপনাদের এই দুর্নীতিগুলি প্রকাশ্যে আনবো তখন রাস্তায় উলঙ্গ করে ঘোরাবো আপনাদের”।