Uncategorized
কল্যাণী জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্ধমানের পর কল্যাণী। আবারও আগুন হাসপাতালের কোভিড ওয়ার্ডে। কিছুদিন আগেই বর্ধমানের হাসপাতালে কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছিল। এবার কল্যাণীতে।
তবে এবার কেউ হতাহত হননি। জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ নদীয়া জেলার কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। সে সময় আইসোলেশন ওয়ার্ডে একজন রোগী ছিলেন। তড়িঘড়ি তাঁকে বের করে নিয়ে আসা গিয়েছে বলে জানা গিয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সাময়িকভাবে হাসপাতালের পরিষেবা কিছুটা ব্যাহত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতালের জরুরি বিভাগ সহ একাংশ। পরে অবশ্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়।