TMC 21 July: শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সাইকেল চালিয়ে বাঁকুড়া থেকে কলকাতায় সমর্থকরা
Connect with us

বাংলার খবর

TMC 21 July: শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সাইকেল চালিয়ে বাঁকুড়া থেকে কলকাতায় সমর্থকরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২১ জুলাই শহিদ দিবস। করোনার কারণে দু’বছর ভার্চুয়াল সভা হয়েছে। এবছর সশরীরে তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতিতে ধর্মতলায় আয়োজন করা হয়েছে শহিদ দিবস উপলক্ষে কর্মীসভায়।

এদিকে ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাইকেল চালিয়ে কলকাতায় আসছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিগুমার তৃণমূল কর্মীরা। জানা গিয়েছে, ২১ জুলাইয়ের জনসভায় যোগ দিতে বাঁকুড়ার জয়পুর ব্লকের – বালিগুমা গ্রাম থেকে সাইকেল চালিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন ২২ জন তৃণমূল কর্মী।

তাঁরা বলেন , ”তৃণমূলের শহিদ দিবস নিয়ে জনসাধারণের উদ্দেশে প্রচার বাড়াতেই তাঁদের এই উদ্যোগ”।  জয়পুর ব্লকের সভাপতি ইয়ামিন শেখ সহ একাধিক তৃণমূল কর্মীদের উপস্থিতিতে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেছেন ওই ২২ জন তৃণমূল কর্মী। প্রায় ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে শহিদ দিবসের মঞ্চে, ধর্মতলায় পৌঁছবেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: পড়ুয়াদের পোঁতা বীজ থেকে তৈরি চারাগাছ দিয়েই বনমহোৎসব পালন, ধূপগুড়ির স্কুলের অভিনব উদ্যোগ

তাঁরা আরও বলেন, ”পথে সাধারণ মানুষকে ২১ জুলাইয়ের জনসভায় উপস্থিত থাকতে আবেদন করব। যাতে দিদির হাত আরও শক্ত হয়। ২২ জন যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সকল সাধারণ মানুষ”।

অন্যদিকে, কলকাতার ধর্মতলায় একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে আসছেন জলপাইগুড়ি থেকে বহু মানুষ। এদিন হাজার হাজার মানুষ জলপাইগুড়ির রোড স্টেশনে ভিড় করেন। ১২ জুলাই জলপাইগুড়িতে এসেছিলেন রাজ্যের সহ-সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তিনি এসে বলেছেন যে, ”উত্তরবঙ্গের সমস্ত মানুষকে এবার শহিদ দিবসে অংশগ্রহণ করা চাই”। সেই উদ্দেশ্যেই বুধবার জলপাইগুড়ি রোড স্টেশনে ভিড় উপচে পড়ছে। স্মরণ সভায় যোগ দেওয়ার জন্য মানুষ তৃণমূলের পতাকা নিয়ে রওনা হয়েছে। কারণ, গত দু’বছর সাধারণ মানুষ একসঙ্গে ‌এই সভায় যোগ দিতে পারেননি। যারফলে চলতি বছরে মানুষের মধ্যে উৎসাহ একটু বেশিই।

আরও পড়ুন: মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক

এছাড়াও ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতায় আসতে মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। বুধবার সকালে বহরমপুর কোর্ট স্টেশন থেকে ভাগীরথী এক্সপ্রেসে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেতা কর্মীরা। এদিন তাঁরা স্টেশনে এসে শহিদ দিবস সফল করার উদ্দেশ্যে স্লোগানও দেন।

Advertisement

আরও পড়ুন: রায়গঞ্জে দুর্ঘটনার কবলে যাত্রীবাহি বাস, মৃত ১

এদিন বহরমপুর কোর্ট স্টেশনে উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুমনা সরকার, তৃণমূল নেতা দিলীপ সিংহ রায়, মানিক ভট্টাচার্য, রাজু ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন তাঁরা বলেন, ”গত দুই বছর করোনার কারণে তারা শহিদ দিবসে উপস্থিত হতে পারেননি। তাই এবার অধিক সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে অগ্রিম কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন”।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.