২ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

২ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২ ফেব্রুয়ারি। এই দিনটি কেন অন্য দিনগুলোর থেকে পৃথক এবং দিনটির বিশেষত্ব কী, তা দেখে নেব।

আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন:

১৮৮৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন রাজনীতিবিদ অমৃত কৌর। ১৮৯৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতা কর্মী ভিএ সুন্দরম। ১৯০৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মহিন্দর সিং রান্ধাওয়া। তিনি ছিলেন একজন ভারতীয় শিল্প ইতিহাসবিদ এবং উদ্ভিদবিদ। ১৯১৫ সালের আজকের দিনে খুশবন্ত সিঙের জন্ম হয়। তিনি একজন লেখক, আইনজীবী, কূটনীতিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন। ১৯২২ সালের আজকের দিনে হকি প্রাক্তন হকি খেলোয়াড় কুনওয়ার দিগ্বিজয় সিং জন্মগ্রহণ করেছিলেন।

Advertisement

১৯২৭ সালের ২ ফেব্রুয়ারি সিআর কৃষ্ণস্বামী রা-এর জন্মদিন। তিনি ছিলেন একজন ভারতীয় বেসামরিক কর্মচারী এবং সরকারি কর্মকর্তা। ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার হরিপাল কৌশিকের জন্মদিন। ১৯৭০ সালের আজকের দিনটি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসুর জন্মদিন। ১৯৭৯ সালের আজকের দিনে বলিউড অভিনেত্রী শমিতা শেঠি জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ২ ফেব্রুয়ারি অভিনেত্রী সন্দীপা ধরের জন্মদিন।

আজ যাঁদের মৃত্যুদিন:

২০১১ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যম। তিনি ছিলেন ভারতীয় কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ।

Advertisement

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:

১৮১৪ সালের আজকের দিনে কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়। (এখন বিশ্বের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে অন্তর্ভুক্ত)। ১৯৪৯ সালের ২ ফেব্রুয়ারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৩ সালের এই দিনে সর্বভারতীয় খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড গঠিত হয়। ১৯৫৯ সালের এইদিনে ইন্দিরা গান্ধী ৪১ বছর বয়সে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.