'৩৪ ইঞ্চি মাস্ট'! পুজোয় আরও কালারফুল মদন মিত্র
Connect with us

বাংলার খবর

‘৩৪ ইঞ্চি মাস্ট’! পুজোয় আরও কালারফুল মদন মিত্র

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাতে গোনা আর কয়েক মাসের অপেক্ষা। তার পরেই ঢাকের পিঠে পড়বে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে মাতবে আমবাঙালি। উৎসব শুরু হতে এখনও ঢের দেরী থাকলেও এখন থেকেই পুজোর সাজগোজের পরিকল্পনা শুরু করে দিয়েছেন কামারহাটির ‘কালারফুল’ বিধায়ক মদন মিত্র।

শনিবার সংবাদ মাধ্যমের কাছে পুজোর দিনগুলিতে কেমন সাজবেন তিনি, কী খাবেন, কী করবেন সেই কথা জানিয়েছেন তৃণমূলের এই বিধায়ক। তিনি বলেন, ”আমি নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছি। তাই আজ থেকেই কমপক্ষে ১ ঘণ্টা জিম করছি। পুজোর আগে কমপক্ষে ১০ থেকে ১২ কেজি ওজন কমাব। তা না হলে বেল্ট পরার ক্ষেত্রে সমস্যা হবে। গতবার ধুতি পাঞ্জবি পরেছিলাম। এই বছর পুজোর টার্গেট ৩৪ ইঞ্জির বেলি”।

এদিকে দুর্গাপুজোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিলেও ব্যস্ততা নিত্যসঙ্গী। তাই পুজোর আগে কমপক্ষে তিনদিন তিনি উত্তরাখণ্ডে মায়াবতীতে গিয়ে ধ্যান করতে চান বলেই জানিয়েছেন মদন মিত্র। তাঁর কথায়, ”পুনে, নাসিকে যাব। ধ্যানের কদিন মাথা থেকে সব বার করে দেব”।

Advertisement

আরও পড়ুন: হুগলির জলে ভাসল ‘দুনাগিরি’, জেনে নিন এই রণতরীর খুঁটিনাটি

আরও জানা গিয়েছে, এই বছর পুজোয় শুধু ধুতি আর পাঞ্জাবিতে নিজেকে সাজাতে চাইছেন না এই বিধায়ক। তবে শুরুটা হবে ধুতি পঞ্জাবিতেই। তাঁর ‘স্টাইলিং’-এর দায়িত্ব নিয়েছেন রাসেল স্ট্রিটে অবস্থিত ফ্যাশন স্টোর Sawaria।

আরও পড়ুন: Big Breaking: কোল কাণ্ডে CBI-এর জালে গ্রেফতার আরও ১

Advertisement

মদন মিত্র জানিয়েছেন, ষষ্ঠীতে তিনি পরবেন ধুতি-পাঞ্জাবি। তবে তাতে থাকবে অন্য রকম ডিজাইন। কিছুটা ‘নতুন বরের’ পঞ্জাবির মতো। পুজোর আগে ফিট থাকার কথা বলেছেন মদন মিত্র। তিনি বলেন, “পুজোর কয়েকদিন খাওয়াদাওয়ায় কোনও নিষেধ নেই। তবে তার আগে নিজেকে মেনটেইন করতে হবে। ষষ্ঠীর দুপুরে টানটান ঘুমটা কিন্তু মাস্ট।”