রফতানি বন্ধ করল ইন্দোনেশিয়া, বাড়তে পারে ভোজ্যতেলের দাম
Connect with us

দেশের খবর

রফতানি বন্ধ করল ইন্দোনেশিয়া, বাড়তে পারে ভোজ্যতেলের দাম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘একে রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর।’ করোনা অতিমারি, ঘূর্ণিঝড়, প্রবল গরম। একের পর এক ঘটনায় অতিষ্ঠ গোটাদেশ। তার উপর ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম। আর এর মধ্যেই যেন গোঁদের উপর বিষফোঁড়ার মতো ভোজ্যতেলের দাম বৃদ্ধির আভাস মিললো।

জানা গিয়েছে, ভারতে ব্যবহৃত ভোজ্যতেলের মোট ৫০ শতাংশ আসে Indonesia থেকে। এবার সেই ইন্দোনেশিয়া ভারতে ভোজ্যতেল রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। যারফলে দেশের বাজারে ব্যাপক হারে বাড়তে পারে সাদা তেলের দাম। ইন্দোনেশিয়া বৃহস্পতিবার, 28 এপ্রিল থেকে ভোজ্যতেল বিশেষ করে পাম তেল রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে ভারতের বাজারে।

আরও পড়ুন: কোভিড মোকাবিলায় ভ্যাক্সিন সবথেকে বড় অস্ত্র: মোদি

Advertisement

বৃহস্পতিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এরফলে আপাতত ভারতের বাজারে কোনও তেল রফতানি করবে না ইন্দোনেশিয়া সরকার। তবে শুধু ইন্দোনেশিয়া নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে ঘাটতি পড়েছে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেলেরও। কারণ, Ukraine হল বিশ্বের সর্বাধিক সূর্যমুখী এবং সয়াবিন তেল উৎপাদনকারী দেশ। দুই দেশের দ্বন্ধের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভোজ্যতেলের রফতানির বাজার।

আরও পড়ুন: কংগ্রেসের হাত ধরলেন না প্রশান্ত কিশোর, তৃণমূল-টিআরএস-এর সঙ্গে চুক্তিই কি বাধা হয়ে দাঁড়াল!

পাম তেলের সরবরাহে প্রভাব পড়ার কারণে অভ্যন্তরীণ বাজারে তেলের দামে প্রভাব পড়তে পারে। ভোজ্য তেলের বাজারে আদানি উইলমার এবং রুচি সোয়া আধিপত্য রয়েছে। তাই দুটির স্টকই বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, ভোজ্যতেলের দাম বাড়ায় এই দুই সংস্থাও লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement