ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, বিয়ে করে নব বধূকে হেলিকপ্টারে উড়িয়ে শ্বশুরবাড়িতে রওনা তালিবান কমান্ডের
Connect with us

আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, বিয়ে করে নব বধূকে হেলিকপ্টারে উড়িয়ে শ্বশুরবাড়িতে রওনা তালিবান কমান্ডের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সম্প্রতি ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানভূম। প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে। তার পরও এক তালিবান কম্যান্ডের কীর্তি দেখলে বোঝার উপায় নেই যে এই আফগানিস্তানে কয়দিন আগে ভূমিকম্প হয়েছিল!

জানা গিয়েছে, এহেন পরিস্থিতিতে অ্যাটাক হেলিকপ্টারে চেপে শ্বশুরবাড়ি যাত্রা করল এক তালিবান কমান্ডার। নতুন বউকে আনতেই নাকি তার এই সফর। আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি সামরিক হেলিকপ্টারে চেপে লোগার প্রদেশে শ্বশুরবাড়িতে যায় এক তালিবান (Taliban) কমান্ডার। সেখান থেকে নতুন বউকে নয়ে খোস্ত প্রদেশে নিজের বাড়ি ফিরে যায় সে।

আরও পড়ুন: সাত দিনে পদ্মা সেতু থেকে কত টাকা টোল আদায় হয়েছে জানেন!

Advertisement

সূত্রে খবর, ওই কমান্ডার তালিবানের অত্যন্ত প্রভাবশালী ‘হাক্কানি নেটওয়ার্ক’ গোষ্ঠীর সদস্য। সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়, শনিবার লোগার প্রদেশের শাহমাজার এলাকার একটি বাড়ির পাশে নামে তালিবান কমান্ডারের হেলিকপ্টারটি। বিয়ের পর শ্বশুরকে ১২ লাখ আফগান মুদ্রাও দেয় ওই কমান্ডার। সবমিলিয়ে, নিজের বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করে ওই তালিবান নেতা বলে খবর।

আরও পড়ুন: চাকা পিছলে যাত্রী বোঝাই বাস গভীর খাদে, পাকিস্তানে মৃত ১৯

এদিকে, এই হেলিকপ্টার যাত্রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। ফলে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। স্থানীয়দের অনেকেই বলছেন, মানুষ যখন খেতে পাচ্ছে না, তখন হেলিকপ্টার চেপে এ কেমন ফুর্তি? সরকারের টাকায় আয়েশ করছে তালিবান নেতারা বলেও অভিযোগ করেন অনেকে। পালটা তালিবানের দাবি এমন কোনও ঘটনা ঘটেনি। জেহাদি সংগঠনটির এক মুখপাত্র কারি ইউসুফ আহমদি দাবি করেছে, তালিবানকে বদনাম করতে এটা শত্রুপক্ষের ষড়যন্ত্র।

Advertisement