আন্তর্জাতিক
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ২৫৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫৫ জন। আহতের সংখ্যা প্রায় ৫০০।
সূত্রের খবর, বুধবার স্থানীয় সময় ভোররাত ২.২৪ মিনিট নাগাদ আফগানিস্তানের Paktika প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ঘটনায় এই মুহুর্তে ৫০০ জনের আহত হওয়ার খবর মিললেও সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মার্কিন ভূতত্ত্ববিদ জানিয়েছেন, পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে ৫১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
আরও পড়ুন: Covid-এর বিরুদ্ধে লড়াইয়ে জিতে গিয়েছে কোরিয়া! দাবি কিম প্রশাসনের
জানা গিয়েছে, আফগান রাজধানী কাবুল শহরের এক বাসিন্দা ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) ওয়েবসাইটে এই ভূমিকম্পনের মাত্রার বিষয়টি পোস্ট করেছেন। কম্পনের মাত্রা তীব্র শক্তিশালী ছিল বলে জানিয়েছেন উত্তর-পশ্চিম পাকিস্তানি শহরের পেশোয়ারের এক বাসিন্দা। পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতে প্রায় ১১৯ মিলিয়ন এই মানুষ কম্পন অনুভব করেছেন বলে EMSC তাঁদের টুইটারে জানিয়েছে।
আফগান মিডিয়ার তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে চারিদিকে ভাঙাচোরা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তালেবান প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, অধিকাংশ মৃত্যু হয়েছে পাকতিকা প্রদেশে, যেখানে ২৫৫ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: অর্থনৈতিক সঙ্কটে জেরবার দেশ, চা-রুটি বিক্রি করছেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার
খোস্তে এবং নাঙ্গারহার প্রদেশে আরও ৫ জন নিহত হয়েছেন। তবে ভূমিকম্পের কারণে আর কেউ প্রাণ হারিয়েছেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে তালিবান প্রশাসনের তরফে জানানো হয়েছে।