আন্তর্জাতিক
কাবুলের গুরুদ্বারে বিস্ফোরণ, হামলার দায় স্বীকার করল ISIS

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের শিখ গুরুদ্বারে জঙ্গি হামলার অভিযোগ। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এই হামলার দায় স্বীকার করে নিল ইসলামিক স্টেট (Islamic State)।
রবিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে ISIS-এর শাখা সংগঠন ইসলামিক স্টেট খোরাসান একটি বিবৃতি জারি করে। এই জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে, বিশ্বনবীর অপমানের বদলা নিতেই হিন্দু এবং শিখদের টার্গেট করা হয়েছে। যে কাফেররা হিন্দু এবং শিখদের রক্ষা করার চেষ্টা করছে, তাদেরও রেয়াত করা হবে না। এমনই হুঁশিয়ারি দিয়েছে ISIS।
সূত্রের খবর, তাদের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, তাদের এক যোদ্ধা হিন্দু এবং শিখদের এই ধর্মস্থানের নিরাপত্তারক্ষীকে হত্যা করে ভিতরে ঢুকে পড়ে। এরপরই নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে। কাবুলের কার্তে পারওয়ান এলাকার গুরুদ্বারের এই ঘটনায় এক আফগান শিখের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কাবুলের গুরুদ্বারে বিস্ফোরণ!
এদিকে কাবুলের গুরুদুয়ারে নৃশংস এই হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি এক টুইট বার্তায় বলন, ”কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারের কাপুরুষোচিত হামলায় আমি স্তম্ভিত। আমি এই বর্বর হামলার নিন্দা করছি। আমি পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করি।”
আরও পড়ুন: নূপুর শর্মার মন্তব্যে বিতর্কের ঝড়, গ্রেফতারির দাবিতে আন্দোলন বাংলাদেশে
অন্য দিকে, কাবুলের ওই পারওয়ান গুরুদ্বারে হামলার ঘটনায় সেখানে থাকা ভারতীয় শিখদের দ্রুত দেশে ফেরাতে ইতিমধ্যে ই-ভিসা চালুর ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে সরকারি তরফে আশা প্রকাশ করে বলা হয়েছে, সেখানে আটকে থাকা ভারতীয়দের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে।