কংগ্রেসের হাত ধরলেন না প্রশান্ত কিশোর, তৃণমূল-টিআরএস-এর সঙ্গে চুক্তিই কি বাধা হয়ে দাঁড়াল!
Connect with us

দেশের খবর

কংগ্রেসের হাত ধরলেন না প্রশান্ত কিশোর, তৃণমূল-টিআরএস-এর সঙ্গে চুক্তিই কি বাধা হয়ে দাঁড়াল!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  অবশেষে জল্পনার অবসান। সোনিয়া গান্ধীর হাত ধরছেন না প্রশান্ত কিশোর। মঙ্গলবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করে জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের কথা মাথায় রেখে সোনিয়া গান্ধী যে এমপাওয়ার্ড গ্রুপ তৈরি করেছিলেন, তাতে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রশান্ত কিশোরকে৷ কিন্তু কংগ্রেস সভানেত্রীর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর৷

আরও পড়ুন : গাংনাপুর গণধর্ষণে কবর থেকে দেহ তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ আদালতের

গত বেশ কিছু দিন ধরেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের আলোচনা চলছিল৷ কয়েকদিন আগেই সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে কংগ্রেস হাইকম্যান্ড ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও করে এসেছিলেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর জন্য কী করণীয়, তা ৬০০ স্লাইডের প্রেজেন্টেশন করে সোনিয়া গান্ধী সহ হাতের শীর্ষ নেতৃত্বের সামনে তুলে ধরেছিলেন প্রশান্ত কিশোর৷ তাই তাঁর কংগ্রেসে যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করছিল রাজনৈতিক মহল৷ কিন্তু সেই জল্পনায় এ দিন জল ঢেলে দিলেন রণদীপ সুরজেওয়ালা।

Advertisement

আরও পড়ুন : শিশুদের ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! ৬-১২ বছরের শিশুদের দেওয়া যাবে কোভ্যাক্সিন টিকা

প্রশান্ত কিশোরও নিজে টুইট করে জানিয়েছেন, কংগ্রেসে যোগদান ও ভোটের দায়িত্বভার নেওয়ার আহ্বান তিনি প্রত্যাখ্যান করেছেন। প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের সঙ্গে সম্প্রতি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর ২০১৯ সাল থেকেই তৃণমূলের সঙ্গেও প্রশান্ত কিশোরের সংস্থা যুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের শর্ত তিনি মেনে নিতে পারেননি। প্রশান্ত কিশোর তৃণমূল ও টিআরএসের সঙ্গে চুক্তি বজায় রেখেই কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস শর্ত দিয়েছিল প্রশান্ত কিশোর তৃণমূল ও টিআরএস ছেড়ে শুধু কংগ্রেসেই থাকুন। সেই মতানৈক্যই কি ফারাক গড়ে দিল কংগ্রেস ও পিকের মধ্যে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতির অলিন্দে।

আরও পড়ুন : টুইটার (Twitter) কেন কিনলেন ইলন মাস্ক জানলে অবাক হবেন!

Advertisement

রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে চাননি। তিনি চেয়েছিলেন পরামর্শদাতা হিসেবে কাজ করতে। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল ও টিআরএসের সঙ্গে চুক্তি রেখে কংগ্রেসে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। সোমবার তাঁর টিম আই প্যাকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে টিআরএসের। এদিকে জাতীয় রাজনীতিতেও গুরুত্ব বাড়ছে তৃণমূলের। এই পরিস্থিতিতে পিকে কংগ্রেসে যোগ দিলে তৃণমূলের সঙ্গে তাঁর এবং আই প্যাকের সমীকরণ নিয়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভবানা ছিল। তাই প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ না দিয়ে সেই জটিলতা এড়ানোর চেষ্টা করলেন।