দেশের খবর
কোভিড মোকাবিলায় ভ্যাক্সিন সবথেকে বড় অস্ত্র: মোদি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বাড়ছে করোনা শঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী Narendra Modi। দেশে দৈনিক তিন হাজার ছুঁই ছুঁই করোনাগ্রাফ। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণের দাপট।
এই অবস্থায় এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন প্রধানমন্ত্রী Narendra Modi। ভার্চুয়াল ওই বৈঠক থেকে তিনি বলেন, ”Covid 19 মোকাবিলায় ভ্যাক্সিনই সবথেকে বড় অস্ত্র। সকলের কাছে পৌঁছে গিয়েছে ভ্যাক্সিন। এবার ছোটোদের ভ্যাকসিনেশন প্রাথমিক লক্ষ্য। ছোটোদের Vaccines-নিয়ে স্কুলে স্কুলে অভিযান করা হবে। এছাড়াও বয়স্কদের জন্য চালু হয়েছে Booster Dose। করোনা এখনও ভারতের চ্যালেঞ্জ। সবার জন্য এখন ভ্যাক্সিনেশন জরুরি। ৬-১২ বছর বয়সীদের জন্যও এসেছে ভ্যাকসিন। করোনা নিয়ে ভারত যথেষ্ট ভালো জায়গায় রয়েছে।”
আরও পড়ুন: করোনায় ভারত নিজের কর্তব্য পালন করেছে: প্রধানমন্ত্রী
এছাড়াও এদিন তিনি আরও বলেন, ”Covid মোকাবিলায় জিনম সিকোয়েন্সিংয়ের উপর জোর দিতে হবে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একযগে কাজ করছে। উন্নয়নের কাজে কেন্দ্র-রাজ্য সামঞ্জস্য থাকাটা জরুরি।” তবে শুধু করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক নয়। এদিনের বৈঠকে তিনি যেমন বলেন কিছু রাজ্যে সংক্রমণ বেড়েছে। তেমনই এদিন জ্বালানির দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও মুখ খুলেছেন।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, মৃত ২
তিনি বলেন, ”দেশজুড়ে বেড়েছে Petrol-Diesel এর দাম। কিছু রাজ্যে জ্বালানির করে ছাড় দিয়েছে। যদিও কিছু রাজ্য জ্বালানিতে শুল্ক কমায়নি। এতে মানুষের প্রতি অন্যায় করা হয়েছে। বাংলা, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ শুল্ক কমায়নি। সঙ্কটের সময় একযোগে কাজ করতে হবে। চেন্নাইতে পেট্রোল ১১১ টাকা এবং মুম্বইতে পেট্রোলের দাম হয়েছে ১২০ টাকা।”