Gangubai Kathiawadi: বিতর্ক পিছু ছাড়ছে না বনশালীর
Connect with us

বিনোদন

Gangubai Kathiawadi: বিতর্ক পিছু ছাড়ছে না বনশালীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছবি মুক্তির পর থেকেই বি-টাউনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আলিয়া ভাট অভিনীত ছবি’ গঙ্গুবাই কাথিওয়াড়ি'(Gangubai Kathiawadi)। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ছবি নিয়ে।

ছবিটি মূলত মুম্বইয়ের ‘রেড লাইট’ এড়িয়ার গল্পকে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে। আর এই গল্পে আলিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাস্তবের গঙ্গুবাই-এর ছেলে এবং নাতনী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে রাওজি শাহ এবং নাতনী ভারতী এই ছবির বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গঙ্গুবাই কাথিওয়াড়ি’তে আলিয়া ভাটকে যে ভূমিকায় দেখানো হয়েছে তা একটু বেশিই অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। এছাড়াও তিনি বলেন,”ছবিতে তাঁর মাকে ‘পতিতা’ হিসেবে দেখানো হয়েছে। যার সঙ্গে বাস্তবের গঙ্গুবাইয়ের কোনও মিল নেই। যারফলে ছবিটি দেখার পরে লোকেরা আমার মায়ের সম্পর্কে ভুল তথ্য ব্যাখ্যা করছেন।”

Advertisement

আরও পড়ুন: রুশ-ইউক্রেন যুদ্ধে নীরব ভারত, তাহলে কি রয়েছে অন্য রহস্য!

শুধু তাই নয়, ‘গঙ্গুবাই’ ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁর নাতনী ভারতীয়ও। তিনি বলেন, ”ছবিটি তৈরির আগে তাঁদের পরিবারকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। যারফলে তাঁরা এই ছবি সম্পর্কে একপ্রকার অজ্ঞাতই ছিলেন।” তিনি আরও অভিযোগ করে জানান, ছবিতে তাঁদের পরিবারকে হেয় করা হয়েছে। যা একেবারেই কাম্য নয়। শুধুমাত্র বাজার টাকা কামানোর জন্যই এই ছবিটি করা হয়েছে। এবং এই এতবড় প্রজেক্টটি শুরু করার আগে তাঁদের পরিবারের কারও মতামত নেননি বনশালী।

আরও পড়ুন: ভোকাল কর্ডে টিউমার, হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র!

Advertisement

তবে সম্পূর্ন নারীকেন্দ্রিক এই ছবি নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ছবিটি যে বক্স অফিসে ব্যাপক সাফল্য এনে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, বলিউডে হিট ছবি মানেই নায়কদের অভিনয়কে সেরার তকমা দেওয়ার দিন ক্রমশ ফুরিয়ে আসছে। মানুষের দৃষ্টিকোণ বদলেছে। ফলে পুরুষ অভিনেতা ছাড়াও আজ নারীকেন্দ্রিক ছবিকে সাধারণ মানুষ গ্রহণ করছেন। যা আলিয়া ভাট কিংবা এর আগে সোনম কাপুর, অনুষ্কা শর্মা অভিনীত ‘পিঙ্ক’ ছবিটিও ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।