RanbirAlia Wedding: বিশেষ 'ডুডল সাজে রালিয়া জুটির বিয়ে উদযাপন Amul-এর
Connect with us

বিনোদন

RanbirAlia Wedding: বিশেষ ‘ডুডল সাজে রালিয়া জুটির বিয়ে উদযাপন Amul-এর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে ঘটল বহু প্রতীক্ষার অবসান। চারহাত এক হল রণবীর-আলিয়ার। বৃহস্পতিবার থেকে অফিসিয়ালি কাপুর ঘরণী মিসেস কাপুর হলেন Alia Bhatt। ক্যাট-ভিকির পর বলিউডের মোস্ট ওয়েটিং এই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে ভক্ত-অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। যদিও বিয়ের সমস্ত রীতিনীতিই অত্যন্ত গোপন ভাবেই সেরেছেন রালিয়া জুটি। আমন্ত্রিত অতিথিদের সংখ্যাও ছিলো হাতে গোনা।

এদিকে বিয়েতে কেমন সাজছেন রালিয়া জুটি। কোন পোষাক পরবেন তাঁরা এ-নিয়ে ভক্তদের আগ্রহ ছিল প্রবল। কোথাও কোথাও আবার দেখা গিয়েছিল রালিয়ার প্রতীকী বিয়ের আয়োজনের ছবিও। যেমন রণবীর-আলিয়ার বিয়েতে বিশেষ ‘ডুডল’ সাজে সেজে উঠেছে ভারতের জনপ্রিয় দুগ্ধ প্রস্তুতকারক সংস্থা ‘Amul।’ রালিয়ার বিয়ে ঘিরে দর্শকদের কৌতূহল মেটাতে বৃহস্পতিবার একটি বিশেষ Doodle প্রকাশ করেছে আমূল।

আরও পড়ুন: RanbirAlia Wedding: প্রতীক্ষার অবসান, চারহাত এক হল রালিয়ার

Advertisement

আমূলের ওই বিশেষ Doodle গ্রাফিক্সে দেখা গিয়েছে, Ranbir-Alia Bhatt এর অনুকরণে দু’টি প্রতীকী পুতুল। নিজেদের বিয়েতে যেমন শেরওয়ানি আর লেহেঙ্গায় সেজেছিলেন কাপুর নবদম্পতি। তেমন একইভাবে ওই প্রতীকী পুতুল দু’টিকে একই পোষাকে দেখা গিয়েছে। সেখানে আলিয়াকে আমূল বাটার খাইয়ে দিচ্ছেন ‘পুতুল’ রণবীর কাপুর। প্লেট হাতে মাখন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমূলের সেই বাচ্চা মেয়েটি। যাকে আমরা সবসময় Amool-এর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপণে দেখতে পাই।

আরও পড়ুন: অসম বয়সী প্রেমে চুটিয়ে সংসার করছেন যেসব তারকারা

শুধু তাই নয় ওই Doodle লেখা রয়েছে ”Patt magni, Bhatt byah. Star butter।” এদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রাক-বিবাহের উত্সব বুধবার মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বাস্তুতে মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। যেখানে এই দম্পতি বাস করেন। রণবীরের কাজিন বোন করিশ্ম এবং করিনা কাপুর সহ বহু বলি তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement