বিনোদন
মুক্তি পেল সৌভিক দে’র থ্রিলার মুভি ’60 এর পরে’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলা চলচ্চিত্র দুনিয়ায় নানান ধরণের ছবি হলেও থ্রিলার ছবির সংখ্যা খুবই কম। প্রেম-ভালোবাসা-রাজনীতি বা অন্যান্য বিষয়গুলোর ওপর নির্মিত ছবি যেমন দর্শকেরা গ্রহণ করেন, ঠিক তেমনই থ্রিলার ছবিও কিন্তু দর্শক মনে আলোড়ন তোলে। রোমাঞ্চের স্বাদ গ্রহণ করতে মানুষ বেশ পছন্দ করেন। আর তার জন্যই মানুষ পাহাড়-জঙ্গলে পাড়ি দেয়। একই ভাবে সিনেমাপ্রেমীদের কাছে থ্রিলার ছবি সবসময়ই পছন্দের।
আর এই রোমাঞ্চের আস্বাদ গ্রহণের সুযোগ করে দিয়েছেন পরিচালক সৌভিক দে তাঁর প্রথম ছবি ‘৬০ এর পরে’ তে। এই ছবিতে বেশ কিছু নতুন মুখকে দেখা গিয়েছে। আবার অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্রর মতো অভিজ্ঞ অভিনেতারও অভিনয় করেছেন এই ছবিতে। ছবির কেন্দ্রীয় দুই চরিত্রকে দেখা যাবে ভিকি ও সৌমিত্রাকে।
ছবিটা শুরু হয়েছে রোজকারের পরিবারিক ঘটনা দিয়েই। যেখানে স্বামী চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর সন্তানসম্ভবা স্ত্রী তাকে আশ্বাস যোগাচ্ছে। ‘সব ঠিক হয়ে যাবে নতুন অতিথি আসার সঙ্গে সঙ্গেই’- এই আশাতেই দিন গুনছে তারা। কিন্তু হঠাৎ তাদের স্বপ্ন ভেঙে যায়। ভিকির জীবনে নেমে আসে চরম অন্ধকার। স্ত্রী ও সন্তানকে সে হারিয়ে ফেলে। তার মধ্যে জন্মায় প্রতিশোধ স্পৃহা। আর তা থেকেই ভিকি পরিণত হয় অপরাধীতে। আর যেখানে অপরাধ সেখানেই ডিটেক্টিভ।
এই সূত্র ধরেই ‘সমাজবন্ধু’ ও তার বন্ধু ‘অনন্তের’ আবির্ভাব। এরপর কী হবে, সেটা জানতে ছবিটি দেখতে হবে। সাধারণ মানুষ কখনওই শখ করে অপরাধী হয় না। সমাজ-পরিস্থিতি অনেক সময় তাদের বাধ্য করে অপরাধী হতে। আইন যখন কিছু করতে পারে না, তখন অনেক সময় আইনকে হাতে নিয়ে ফেলে মানুষ। এই ছবির অন্যতম দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিত শেঠি ও সিঞ্চিতা সান্যাল। ডিটেক্টিভ চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। এই দুই অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতাই তাঁদের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলা ছবিতে এই প্রথম অভিনয় করছেন অমিত ও সিঞ্চিতা। এই জুটির প্রথম কাজও বেশ নজর কেড়েছে।
পরিচালক সৌভিকের পথ চলা শুরু এই ছবির মধ্য দিয়েই। ভবিষ্যতে তিনি দর্শকদের আরও ভালো ছবি উপহার দিতে চান বলেই জানিয়েছেন। সেইসঙ্গে ’60 এর পরে’ দর্শকদের মনে জায়গা করে নেবে বলেও আশাবাদী পরিচালক।