বিনোদন
পানমশলার বিজ্ঞাপণ নিয়ে বিতর্ক, টুইটারে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অভিনেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তামাকজাত পণ্যের বিজ্ঞাপণ দিয়ে এবার বিতর্কে জড়ালেন বি-টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেতা Akshay Kumar। অক্ষয় কুমার সম্প্রতি একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপণের সম্প্রচার করতে গিয়ে নেটিজেন এবং তাঁর অনুগামীদের কাছে ট্রোলড হন।
‘গুটখা’ জাতীয় পণ্যের বিজ্ঞাপণ দেওয়ায় ভক্তদের কাছ থেকে নানা প্রতিক্রিয়ার সম্মুখীন হন তিনি। এরপরই টুইটারে বলি এই অভিনেতা একটি বার্তা শেয়ার করে ঘোষণা করেন যে, ”তিনি আর তামাজাত পণ্যের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হবেন না, যার জন্য তিনি সাইন আপ করেছিলেন। বৃহস্পতিবার, (২১ এপ্রিল) মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে অক্ষয় কুমার এই ঘোষণা করেন। এমনকি তিনি এই ধরণের বিজ্ঞাপণ করার জন্য তার ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নেন।
— Akshay Kumar (@akshaykumar) April 20, 2022
জানা গিয়েছে, অপর দুই বলি তারকা Shah Rukh Khan এবং Ajay Devgn-এর সঙ্গে ‘cardamom products’ এর বিজ্ঞাপণ প্রচার করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তামাকজাত পণ্যের বিজ্ঞাপণে অক্ষয় কুমারকে দেখে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তাঁর অনুরাগী-ভক্তেরা। এরপরই সোশ্যাল মিডিয়ায় বইতে থাকে নানা মন্তব্যের বন্যা। এই কাজের জন্য ব্যাপক ট্রোলের শিকার হন তিনি। আর তারপরই নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভক্তদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তামাকজাত পণ্যের বিজ্ঞাপণ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান অক্ষয় কুমার।
আরও পড়ুন: সাবধান!! টলি পাড়ায় আবার ভূতের হানা !!
এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন। সেখানে এই বলি তারকা লিখেছেন, ”আমি দুঃখিত আপনাদের কাছে। আমার সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইতে চাই। গত কয়েকদিন ধরে আপনাদের নানা প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যদিও আমি তামাককে সমর্থন করিনি এবং করব না, আমি বিমল এলাইচির সঙ্গে আমার বিজ্ঞাপণ নিয়ে আপনাদের এই অনুভূতির প্রকাশকে সম্মান করি। এছাড়াও অত্যন্ত বিনয়ের সাথে আমি সকলকে জানাতে চাই, এবার থেকে আর এই পণ্যের বিজ্ঞাপনে থাকব না।”
আরও পড়ুন: সুরের জাদুতে মূর্ছা যান শ্রোতারা, জনপ্রিয় এই গায়ককে দেখা যাবে অন্য ভূমিকায়
শুধু ভক্তদের কাছে ক্ষমা চেয়েই ক্ষান্ত হননি অক্ষয় কুমার। তিনি আরও জানিয়েছেন পানমশলার বিজ্ঞাপণ বাবদ তিনি যে টাকা উপার্জন করেছেন তার সবটাই আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তবে সেটি কবে এবং কোথায় ব্যবহার করা হবে সেই বিষয়ে কিছু জানাননি অভিনেতা।