বিনোদন
করোনা সংক্রামিত অক্ষয় কুমার, ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন অভিনেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বি-টাউনে ফের করোনার থাবা। ২০২১ সালের এপ্রিল মাসের পর ২০২২ সালের চলতি মাসে আবার করোনা আক্রান্ত হওয়ার সংবাদ দিলেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।
শনিবার রাতে এক টুইট বার্তায় তিনি বলেন, ”ফের করোনা আক্রান্ত হয়েছি আমি। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। হঠাৎ করে কোভিড আক্রান্ত হওয়ায় এবার যোগ দিতে পারছি না কান চলচ্চিত্র উৎসবে (Cannes Festivals 2022)। এবছর ‘কান’ উৎসবে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করার কথা ছিল আমার। কিন্তু তা আর হল না। আগামী ১৭ মে থেকে অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব। সেখানে যারা যোগ দেবেন তাঁদের সবার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল।”
Was really looking forward to rooting for our cinema at the India Pavilion at #Cannes2022, but have sadly tested positive for Covid. Will rest it out. Loads of best wishes to you and your entire team, @ianuragthakur. Will really miss being there.
— Akshay Kumar (@akshaykumar) May 14, 2022
আরও পড়ুন: রং টার্ন’ নিয়েই নতুন অধ্যায় শুরু মৈনাক বন্দ্যোপাধ্যায়ের
বলিউডের এই সুপার স্টারকে দেখা যাবে যশ রাজের পরবর্তী ছবি “Prithviraj”-তে। এদিকে শনিবার রাতে টুইটারে নিজেই কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেতা। টুইটারে তিনি বলেন, ”ফের করোনা আক্রান্ত হলাম আমি। কোভিড টেস্টে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে হোম আইসোলেশনে রেখেছি। সমস্ত কোভিড প্রোটোকল মেনে চলছি। আমার অনুরোধ এই কয়দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরাও কোভিড পরীক্ষা করিয়ে নিন। আশা করছি দ্রুত আবার পুরোনো ছন্দে ফিরব।”
এদিকে, অক্ষয় কুমারকে পরবর্তী ছবি ‘পৃথ্বীরাজ’-এ দেখা যাবে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন ২০১৭-র মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার। পৃথ্বীরাজ চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় ছবিতে চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।
शौर्य और वीरता की अमर कहानी… यह है कहानी सम्राट पृथ्वीराज चौहान की ।
Releasing in Hindi, Tamil and Telugu. Celebrate Samrat #Prithviraj Chauhan with #YRF50 only at a theatre near you on 3rd June. pic.twitter.com/rHF24WTyPl— Akshay Kumar (@akshaykumar) May 9, 2022
আরও পড়ুন: ‘ভাইজান’য়ের পরিবারে ভাঙ্গন! ২৪ বছরের দাম্পত্যে ইতি
এই ছবিতে একসঙ্গে দেখা যাবে সোনু সুদ এবং সঞ্জয় দত্তকেও। ছবির বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও আগামী ৩ জুন সমস্ত পেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। এছাড়াও ‘পৃথ্বীরাজ’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।