বিনোদন
বিশ্বের পঞ্চম তম হীরের নকল!- বললেন তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়া উপহার পেয়েছেন দু কোটি টাকার একটি শিরা আংটি। আর সূত্রের খবর যে, বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরে নাকি রয়েছে নায়িকা তামান্না ভাটিয়ার কাছে

বেঙ্গল এক্সপ্রেস: তামান্না ভাটিয়া ও বিজয় কে নিয়ে তো সমালোচনা এখন তুঙ্গে। কয়েক মাস ধরে অভিনেত্রী এবং অভিনেতার মধ্যে যে ঘনিষ্ঠতা প্রেম কাহিনী রয়েছে তা নিয়ে তো কম সমালোচনা হচ্ছে না। এর মধ্যে তামান্না ভাটিয়া উপহার পেয়েছেন দু কোটি টাকার একটি শিরা আংটি। আর সূত্রের খবর যে, বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরে নাকি রয়েছে নায়িকা তামান্না ভাটিয়ার কাছে। এখন কথা হচ্ছে যে তাহলে কি তামান্না ভাটিয়া বিজয় বর্মার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন? তাদের কি এংগেজমেন্ট হয়ে গেছে?
আপনি জানলে অবাক হবেন যে, এই দুই কোটি টাকা দামের হীরের আংটি উপহার দিয়েছেন অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। সবাই মনে করেছিল যে এমন কি তামান্না ভাটিয়ার কাছের লোকজনেরাও মনে করেছিল যে এই উপহার বুঝি বিজয় বড়মাই তামান্না ভাটিয়া কে দিয়েছে।
আরও পড়ুন-ফ্রিতে প্লাস্টিক সার্জারি করছেন ইন্ডিয়ার এক ডক্টর!
আর এই খবর খুব হু হু করে বাড়তে থাকায় অভিনেতা বিজয় বর্মা এক সাক্ষাৎকারে বলেন যে, “পুরোটাই ভুয়ো খবর ওটা একটা বোতলের ঢাকনা যা নিয়ে ওরা মজা করছিল আর সেই মজা থেকে এই ভুয়ো খবর তৈরি হয়ে গিয়েছে”।” আপনারাই বলুন মাত্র ২ কোটি টাকা দিয়ে বিশ্বের পঞ্চম বৃহৎ হীরা কোথায় পাওয়া যায়” এই ঘটনা নিয়ে তামান্নাকে মেসেজও করেছিলেন বিজয় বর্মা সে খবরও তিনি তার ভক্তদের কাছে জানান। যদিও এই কথা সত্য বলে নায়িকা নিজেও instagram স্টোরিতে লেখেন যে আমরা মজা করছিলাম এটি একটি বোতলের ঢাকনা। যা দেখে সকলে মনে করেছিল এটি বিশ্বের পঞ্চমতম হীরে।