বাংলার খবর
বইমেলায় পকেটমারি, চুরির দায়ে শ্রীঘরে অভিনেত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে কেপমারির অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী। শনিবার বিকেল ৫টা নাগাদ বইমেলা প্রাঙ্গন থেকে অভিনেত্রী রূপা দত্তকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করেন বিধাননগর থানার পুলিশ। ধৃত অভিনেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে ধৃত অভিনেত্রীকে বইমেলার মধ্যেই ডাস্টবিনে একটি ব্যাগ ছুঁড়ে ফেলতে দেখা যায়। এরপর তাঁকে আটক করে জেরা করা হলে পকেটমারির বিষয়টি কবুল করে নেন ওই অভিনেত্রী। ঘটনায় ধৃতের কাছ থেকে নগদ প্রায় ৬৫ হাজারেরও বেশি টাকা উদ্ধার করেন পুলিশ। এছাড়াও তাঁর কাছ থেকে একটি ডায়রিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন: জেলায় সাইবার ক্রাইম রুখতে ‘গজার’ উপরই ভরসা রাখছেন পুলিশ
এদিকে, ধৃত অভিনেত্রীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য উত্তর বিধাননগর থানায় নিয়ে আসা হয়। প্রথমে সে চুরির বিষয়টি স্বীকার না করলেও শেষপর্যন্ত পুলিশি জেরায় পকেটমারি,টাকা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে নেয় সে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছেন, ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে পার্স উদ্ধার করা হয়েছে। যেগুলি সম্ভবত সব চুরি করা বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শুধু তাই নয়, ধৃত অভিনেত্রী এর আগেও বিভিন্ন মেলা-জনবহুল অনুষ্ঠান থেকে এরকম কেপমারি করেছে বলেও স্বীকার করেছে সে।