বিদেশের খবর
প্রেম করছে ব্ল্যাকপিঙ্ক মেম্বারের একজন! কে সে জানেন?
ব্ল্যাক পিঙ্কের পপুলারিটি যেন আরও বেড়ে গিয়েছে। ঘটনাটা হয়েছে যে, ব্ল্যাক পিঙ্ক এর মেম্বার জীসু আর অ্যাক্টর

বেঙ্গল এক্সপ্রেস: ব্ল্যাক পিঙ্ক নিয়ে তো চারিদিকে সমালোচনার শেষ নেই। এরই মধ্যে এক এমন খবর চারিদিকে হইচই ফেলে দিয়েছে যে, ব্ল্যাক পিঙ্কের পপুলারিটি যেন আরও বেড়ে গিয়েছে। ঘটনাটা হয়েছে যে, ব্ল্যাক পিঙ্ক এর মেম্বার জীসু আর অ্যাক্টর আন বো হায়ুন রয়েছে প্রেমের রিলেশনে।
সম্ভবত এরকম কোন গুঞ্জন উঠলে এজেন্সির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, এসব ভুয়া খবর। কিন্তু এইবার যেন উল্টো। ব্ল্যাক পিঙ্ক এর এজেন্সি এবং অ্যাক্টর হাইওনের এজেন্সি দুজনে স্বীকার করেছেন যে, তারা দুজন প্রেমের সম্পর্কতে রয়েছে। আর এই কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। জিসুকে আর এক্টরকে কংগ্রাচুলেশনে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের ভক্তরা।
আরও পড়ুন-বিশ্বের পঞ্চম তম হীরের নকল!- বললেন তামান্না ভাটিয়া
জিসু এবং এক্টর হায়ুন দুজনেই একই সাথে ডেভিউ করেছিল ইন্ডাস্ট্রিতে। জিসু কে পপ ব্ল্যাকপিং কে আর আন বো হয়ুন গিয়েছিল অ্যাক্টিং এ। জানা গিয়েছে যে, চলতি বছরের মে মাস থেকে দুজন দুজনকে ডেট করা শুরু করেছে। আর তাদের মধ্যে যতবার দেখা-সাক্ষাৎকার হয়েছে তা সবই জিসুর নিজের অ্যাপার্টমেন্টেই হয়েছে। আর এমন কিছু ফটো পেপারাজি রা তুলেছে যে সেখানে দেখা গিয়েছে অ্যাক্টর জিসুর জন্য খাবার নিয়ে যাচ্ছে জিসুর অ্যাপার্টমেন্টে।