বিদেশের খবর
তুর্কির জনপ্রিয় এক্টর বুরাক ডেনিয হলেন গ্রেফতার!
বুরাক ডেনিস instagram এ একটি স্টেটমেন্ট দিয়ে বলেন যে এটি তার অনেক বড় ভুল ছিল এমনকি তিনি ক্ষমা চেয়ে নেন

বেঙ্গল এক্সপ্রেস: তুর্কির ফেমাস এক্টর বুরাক ডেনিয তার হতে পারে সাত বছরের জেল। এমনি এক হেডলাইন উঠে এসেছে তুর্কির এক সংবাদ মাধ্যম দিয়ে। সেই হেডলাইন টি টুইটার জুড়ে অনেক ভাইরাল হয়। কিন্তু কি কারনে তাকে জেলে নেওয়া হবে সেইটা হল বিষয়। অনেকের হয়তো জানা আছে যে, ২০২২ সালে তুর্কির ফেমাস এক্ট্রেস নীল পেরির বুরাক ডেনিসের সাথে অনেক বড় ঝামেলা হয়।
আর সে ঝামেলাটা পাবলিকলি হয়েছিল। যার কারনে নীল পেরি অভিযোগ আনেন যে, নীলপরী তার বয়ফ্রেন্ড এবং বেশ কিছু বন্ধুদের সাথে একটি হোটেলে বসেছিল আর ওই একই হোটেলে বেশ মাতাল অবস্থায় বুরাক ডেনিস প্রবেশ করেন। এবং নীল পেরীকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখায় বুরাক চটে যায় আর নীল পেরির সাথে অনেক গ্যাঞ্জাম করে। ফোন কি নীল পেড়ের বয়ফ্রেন্ড এবং তার অন্যান্য বন্ধুদেরকে মারবার জন্য উদ্বুদ্ধ হয় নায়ক বুরাক ডেনিস।
আরও পড়ুন- Chef CZN Burak মামলা করলেন তার বাবার বিরুদ্ধে?
আর এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ বুরাক ডেনিস কে হোটেল থেকে বের করে দেন। তবে এই ঘটনার কিছুক্ষণ পরেই বুরাক ডেনিস instagram এ একটি স্টেটমেন্ট দিয়ে বলেন যে এটি তার অনেক বড় ভুল ছিল এমনকি তিনি ক্ষমা চেয়ে নেন। তাছাড়াও ম্যানেজারের সাথে অনেক যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু বুরাক ব্যর্থ হয়েছে। তবে বুরাক মাপ চাওয়ার পরেও নীলপেরী আদালতের দ্বারস্থ হন এবং অফিশিয়ালি একটা কমপ্লেন দায়ের করেন।