বিনোদন
মাত্র তিন মাস বয়সে ওপেন হার্ট সার্জারি করা হলো বলিকিডসের
, আমি যখন জানতে পারি যে আমার মেয়ের হৃদয়ের দুটি ছিদ্র রয়েছে, তখনই আমি ভেবে নিয়েছিলাম এই কথা আমি কখনো কাউকে শেয়ার করব না

বেঙ্গল এক্সপ্রেস: বিপাশা বাসু ও করণ সিং গ্রোভার এর সন্তান দেবীবাসু সিং গ্রোভারের জন্মের তিন মাসের মধ্যে ওপেন হার্ট সার্জারি হয়। তার হৃদয়ে দুটো ফুটা পাওয়া যায়। আর এই কষ্টকর ঘটনা সম্প্রতি নেহাদুপিয়ার সঙ্গে একটি টকশোতে এসে জানান মা বিপাশা বসু। তিনি বলেন এইরকম ঘটনা যেন আর কোন মা এবং বাবার সঙ্গে না হয়।
বিপাশা আরও বলেন যে, আমি যখন জানতে পারি যে আমার মেয়ের হৃদয়ের দুটি ছিদ্র রয়েছে, তখনই আমি ভেবে নিয়েছিলাম এই কথা আমি কখনো কাউকে শেয়ার করব না। কিন্তু আমি শেয়ার করছি এই কারণেই যে, আমাদের এই বিশ্বে আরো অনেক এমন মা রয়েছেন যারা একই রাস্তার পথচারী।
আরো পড়ুন-বিগত পাঁচ মাস ধরে বন্ধ ইন্টারনেট পরিষেবা!
বিপাশা বলেন আরো যে, মা হওয়ার পরপরই অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। এমনকি ডেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট কি জিনিস সেই সম্বন্ধে তাদের কোন ধারণাই ছিল না। সন্তানকে নিয়ে যখন হসপিটাল থেকে বের হই তখন মা এবং বাবা আমরা দুজনই হা হয়ে গিয়েছিলাম। তবে এখন বিপাশা এবং করণগ্রবারের মেয়ে দেবী বসু সিং গ্রোভার অনেকটা সুস্থ রয়েছে। তাদেরকে ট্রাইল দিয়েই যেতে হচ্ছে এখনো।