রাজনীতি
ভোকাল কর্ডে টিউমার, হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। স্বরযন্ত্র তথা ভোকাল কর্ডে সমস্যা নিয়ে মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন মদন মিত্র (Madan Mitra)। হাসপাতালে ভর্তির আগে কামারহাটির বিধায়ক জানিয়েছেন, ‘আমার চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত আমাকে জানিয়েছেন, আমার গলায় নাকি একটি টিউমার পাওয়া গিয়েছে। সেটি ছড়িয়ে পড়েছে বলেই মনে হচ্ছে।’
কামারহাটির বিধায়ক আরও বলেন, ”বুধবার সকালে মেডিক্যাল বোর্ড বসবে। অস্ত্রোপচার করাতে হতে পারে। গলায় প্রচন্ড ব্যথা। চিৎকার করতে গেলেই কাকের মতো কা-কা আওয়াজ বের হচ্ছে। আমার ভোকাল কর্ডটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে।” অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক অরুনাভ সেনগুপ্তর নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন চেস্ট মেডিসিন, মেডিসিন আইসিইউ, অ্যানেস্থেশিয়া, এন্ডোক্রিনোলজি এবং ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাসপাতালে ভর্তির পর মদন মিত্রর বুকে ব্যথা শুরু হয়। চিকিৎসকরা এসে তাঁকে দেখে যান।
আরও পড়ুন: রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক চাপের জন্যই বুকে ব্যথা অনুভব করছিলেন কামারহাটির বিধায়ক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের ব্যাপারে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় চলতি বাজেট অধিবেশনে দলের সকল বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, কোনও সমস্যার কারণে যদি কোনও বিধায়ক অধিবেশনে যোগ দিতে না পারেন, তাহলে তাঁকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Bandyopadhyay) জানাতে হবে। জানা গিয়েছে, দলনেত্রীর সেই নির্দেশ মেনেই স্পিকারকে জানিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মদন মিত্র।
আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সহ-সভাপতির পদ পেলেন জয়প্রকাশ মজুমদার
এদিকে ভোটের বাজারে হোক বা অন্য কোনও ক্ষেত্রে সবসময় নিজেকে সংবাদ শিরোনামে রাখতে পছন্দ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। ঘাসফুল (TMC) হোক কিংবা পদ্মফুল (BJP) এর আগেও বিভিন্ন তারকাদের বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে কোমর দোলাতেও দেখা গিয়েছিল তাঁকে। আর যা নিয়ে কমচর্চা হয়নি রাজনৈতিক মহলে। যদিও সেসবের তোয়াক্কা না করেই বারবার স্বমহিমায় দেখা গিয়েছে মদন মিত্রকে।