কাশ্মীর ফাইলসের সাফল্যের পর বড় ঘোষণা, খুব শীঘ্রই মুক্তি বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি
Connect with us

দেশের খবর

কাশ্মীর ফাইলসের সাফল্যের পর বড় ঘোষণা, খুব শীঘ্রই মুক্তি বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর খুব শীঘ্রই দর্শকদের জন্য আরও একটি ফাইলস উপহার দিতে চলেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। শুক্রবার এক টুইট বার্তায় “The Kashmir Files”এর পরিচালক জানিয়েছেন এবার সিনেমাপ্রেমীদের জন্য তিনি উপহার দিতে চলেছেন “The Delhi Files”। ছবির শ্যুটিং-এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন পরিচালক।

এদিন এক টুইট বার্তায় তিনি বলেন, ”আমি সমস্ত মানুষদের ধন্যবাদ জানাচ্ছি। যারা দ্যা কাশ্মীর ফাইলসকে এতটা সাফল্যমণ্ডিত হতে সাহায্য করেছেন। এই ছবির জন্য গত চার বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। ধৈর্য-নিষ্ঠা আর সততা দিয়ে তৈরি করা হয়েছে The Kashmir Files। আমি হয়তো আপনার TL স্প্যাম করেছি কিন্তু গণহত্যা এবং কাশ্মীরি হিন্দুদের প্রতি অবিচার সম্পর্কে মানুষকে সচেতন করা গুরুত্বপূর্ণ। আমার জন্য একটি নতুন ছবিতে কাজ করার সময় এসেছে।”

এছাড়াও একটি ফলো-আপ পোস্টে, তিনি লিখেছেন, “#TheDelhiFiles”, নতুন ছবির শিরোনামের ইঙ্গিত দিয়ে কিন্তু তার অনুগামীদের সিনেমার প্লট সম্পর্কে অনুমান করতে বলেছেন পরিচালক।”

Advertisement

Advertisement

প্রসঙ্গত, গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস।’ পরিচালক বিবেক অগ্নিহোত্রির ‘কাশ্মীর ফাইলস’ দেশজুড়ে ঝড় তুলে দিয়েছে। বি-টাউনের এই সিনেমার বিষয়বস্তু এখন ঢুকে পড়েছে রাজনীতির অন্দরেও। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে কেন্দ্র করে নির্মিত এই ছবির গল্প। যা ইতিমধ্যে ২০০ কোটির ব্যবসাও করে ফেলেছে। দেশের একাধিক রাজ্যে ছবিটিকে দর্শকদের জন্য করমুক্ত হিসেবেও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতামন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ ‘দ্যা কাশ্মীরি ফাইলস’ নিয়ে।