বিনোদন
আসন্ন ছবি ”হিট -দা ফার্স্ট কেস ” এর প্রচারে কলকাতায় বলি তারকা রাজকুমার রাও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :মঙ্গলবার ডক্টর শৈলেশ কোলানু পরিচালিত আসন্ন মুভি ”হিট -দা ফার্স্ট কেস” এর প্রচার করতে বলিউড ষ্টার রাজকুমার রাও হাজির ছিলেন কলকাতায়। এদিন কলকাতার ”দি পার্ক ” হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অভিনেতা ”হিট -দা ফার্স্ট কেস ” ছবির প্রচার সারলেন। এই ছবিতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাও এর সঙ্গে অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে।
পরিচালক ডক্টর শৈলেশ কোলানু পরিচালিত এই ছবিটি তেলেগু ছবি ”হিট ” এর হিন্দি রিমেক। এই তেলেগু ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে মুক্তি পায়। সেই ছবিতে অভিনয় করেছিলেন বিস্মক সেন ও রুহানি শর্মা। এরপর এই ছবির হিন্দি রিমেকে দেখা যাবে রাজকুমার রাও এর সঙ্গে সানিয়া মালহোত্রাকে।
এই ছবিতে রাজকুমার রাও কে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে। এই মুভির বিষয়বস্তু কদিন আগে মুক্তি প্রাপ্ত ট্রেইলার থেকে যে টুকু বোঝা গেছে সেটা হলো – এক মহিলার নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত একটি মামলার তদন্ত করতে গিয়ে হোমিসাইড ইন্টারভেনশন টিমের একজন পুলিশ অফিসার বিক্রম তাঁর অতীতের সঙ্গে আবার মুখোমুখি হয়। এরপর সে কিভাবে সেই অতীতকে নিয়েই বহু সংগ্রামেরে মধ্য দিয়ে এই তদন্তের নিস্পত্তি করবে সেটাই দর্শকদের দেখার। বিক্রম এর চরিত্রেই দেখা যাবে রাজকুমার রাওকে।
ছবির শুটিংয়ের কাজ গত বছর সেপ্টেম্বরে শেষ হয়েছে। আগামী ১৫ জুলাই এই ছবিটি মুক্তি পেতে চলেছে। এখন প্রায়শই দক্ষিণ ছবিগুলির হিন্দি রিমেক তৈরী হচ্ছে এবং সেই নিয়ে অনেক বিতর্কেরও সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে অভিনেতা রাজকুমার রাও অবশ্য বলেছেন যে তিনি ইন্ডিয়া অর্থাৎ ভারতের ছবি করেন। সিনেমার মধ্যে তিনি কোনো বিভেদ বা বিতর্ক বোঝেন না। তিনি শুধু ভালোবাসেন অভিনয় করতে। তিনি আরো বলেছেন যে ,তিনি যা করেন মন থেকে করেন আর পুরোটা দিয়ে করতে পছন্দ করেন। আর হয়তো সেই কারণেই দর্শকদের কাছে তিনি বা তাঁর কাজ এতোটা মন ছুঁয়ে যায়। অভিনেতা জানিয়েছেন যে তাঁর কো-এক্ট্রেস সানিয়া মালহোত্রার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।
”হিট -দা ফার্স্ট কেস ” ছবিতে কাজের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। অভিনয় জগৎে আসার জন্য যে সকল শিক্ষা নিয়েছিলেন তার অনেক কিছুই সাহায্য করেছে এই ছবিতে তা জানিয়েছেন অভিনেতা। দর্শকদের এই ছবি যে ভালো লাগবে তা নিয়ে অভিনেতা রাজকুমার রাও যথেষ্ট আশাবাদী তা কিন্তু স্পষ্ট তাঁর কথায়।