রুশ-ইউক্রেন যুদ্ধে নীরব ভারত, তাহলে কি রয়েছে অন্য রহস্য!
Connect with us

দেশের খবর

রুশ-ইউক্রেন যুদ্ধে নীরব ভারত, তাহলে কি রয়েছে অন্য রহস্য!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত ছিল। ভারতের সঙ্গী ছিল চিন। ভারত বারবার করে বলছে যে, আলোচনার মাধ্যমেই পৃথিবীর সব সমস্যার সমাধান সম্ভব। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কত দিনের পুরোনো আর কতটা মজবুত তার দিকে নজর দিলে বোঝা যাবে যে, নিরাপত্তা পরিষদের ভোট ভারত কেন ভোট দিলো না। ভারতের সামরিক বাহিনী রাশিয়ার উপর অনেকাংশেই নির্ভরশীল। ২০১৬ সালে একটি সমীক্ষা অনুযায়ী, ভারত যে অস্ত্র আমদানি করে তার ৬৫ শতাংশ আসে রাশিয়া থেকে।

ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের হাতে অস্ত্র কেনার জন্য সেরকম কোনও টাকা ছিল না। ব্রিটিশ সরকার ভারতবাসীর কাছে দেনাস্বরূপ কয়েক কোটি স্টারলিনংক পাউন্ড মজুত রেখেছিল। তার বিনিময়ে রয়াল্ড ইংল্যান্ড নেভির যুদ্ধ জাহাজ আইএনএস নেভি তারা ভারতের হাতে তুলে দেয় এবং একই সঙ্গে সেঞ্চুরিয়ান ট্যাংক ইংল্যান্ডের কাছ থেকে ভারত পাই। স্বাধীনতার পরে ভারত ফ্রান্স থেকে যুদ্ধ বিমানের বরাত দেয় এবং সেই যুদ্ধ বিমান আসে এবং ভারত তার নাম বদল করে নতুন নাম রাখে ‘তুফানি।’ ১৯৫৫ সালে পশ্চিম এবং বুলগানি ভারত সফরে আসেন এবং কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থানকে তাঁরা স্বীকৃতি দেয়। এবং গোয়াতে যে পোর্তুগিজ শাসন চলছিল এবং গোয়ার ভারতভুক্তি যে নেহেরু চাইছিলেন সেই দাবিকেও তাঁরা সম্মান দেয়। ১৯৬১ সালে মিগ২১ বিমান তোৈরির জন্য ভারতের সোঙ্গে রাশিয়া চুক্তিবদ্ধ হয়। কিন্তু সেইসময় রাশিয়ার সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত ছিল। ১৯৬২ সালে ভারত-চিন যখন যুদ্ধ হয় রাশিয়া তখন নিরপেক্ষ অবস্থান নেয়।

তাই ৬১ সালে চুক্তি হলেও মিগ২১ বিমান ভারত রাশিয়ার কাছ থেকে তখনও পাইনি। ১৯৬২ সালের পর ভারত রাশিয়া, সোভিয়েত রাশিয়া এবং চিনের সম্পর্কে একটু অবনতি হয়। ভারত তখন রাশিয়ার কাছ থেকে মিগ২১ পেটে শুরু করে। ১৯৬৫ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়। সেই যুদ্ধে ভারত মিগ২১ ব্যবহার করেছিল এবং ব্রিটিশদের কাছ থেকে যে সেঞ্চুরিয়ান ট্যাংক তাঁরা পেয়েছিল সেই ট্যাংকও ভারত যুদ্ধে ব্যবহার করে। ১৯৬৭-১৯৬৮ সাল নাগাদ অনেকগুলি মিগ২১ বিমান সোভিয়েত ইউনিয়ন থেকে ভারত পাই। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় তৎকালীন পাক প্রেসিডেন্ট আয়ুব খানের সঙ্গে ভারতের ততৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চুক্তি করেন। সেই চুক্তি তাসখন এগ্রিমেন্ট নামে খ্যাত। তারপর শাস্ত্রী মারা যান এবং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। এরপর ভারত ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক আরও মজবুত হয়। এই সময় সোভিয়েতের কাছ থেকে ভারত ‘টি৫৫’ ট্যাঙ্ক পাই। এরপর ১৯৭১ সালে ভারতপাকিস্তানের যুদ্ধে ভারত সেগুলি ব্যবহার করে। এবং ভারত লাভবান হয়েছিল। ইন্দিরা গান্ধীর সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয় এবং ভারতের সেনাবাহিনী সমরাস্ত্রের জন্য পুরোপুরি রাসশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে।

Advertisement

১৯৯৮ সালে পোখরানে অটল বিহারী বাজপেয়ী পরমাণু বিস্ফোরণ ঘটান পরীক্ষামূলক ভাবে। সেই সময় ক্লিটনের সঙ্গে ভারতের স্ট্রাজিক্যাল আইন তোৈরি হয়। ২০০৮ সালে ১,২,৩ পরমাণু চুক্তি হয় এবং প্রথম ইউপিএ সরকারের সঙ্গে রুশ প্রশাসনের। তখন ভারত-ব্রিটেনের একটি অ্যালায়েন্স তুঙ্গ পর্যায়ে পোৌঁছয়। ভারত কিন্তু আমেরিকার কাছ থেকে অতট সমরাস্ত্র আমদানি করত না।

২০১২-১৩ সালে ভারত এবং রাশিয়ার মধ্যে এই সমরাস্ত্র নিয়ে যে চুক্তি হয় সেট হচ্ছে ঐতিহাসিক। তথ্য বলছে ভারতে যুদ্ধে যে চার হাজার ট্যাঙ্ক ব্যবহার করা হয় তার ৩৮৮২টি ট্যাঙ্ক রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন থেকে পাওয়া। সম্প্রতি ভারত পেয়েছে ২৭০টি মিগ২৯ যুদ্ধ বিমান এসইউ৩০ যুদ্ধবিমান, পরমাণু বোমা বহনকারী সাবমেরিন এবং ৮টি আকুলা সাবমেরিন এবং ৬টি মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট, এমআই১৯ হেলিকপ্টার ভারতের আইএনএস বিক্রম এটাও রাশিয়ান পদ্ধতিতে তৈরি করা। ভারত সরকার এবং পুতিন প্রশাসন চুক্তি করেছে জে বছরে জিরো থ্রি রাইফেল’ তার তৈরি করবে এবং এই রাইফেল ইনসসের পরিবর্তে ব্যবহার করা হবে। একলক্ষ নয় হাজার কোটি টাকার ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেনে সংকট, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এই সবকিছুর জন্য ভারতের সেনাবাহিনীর আধুনিকরণের প্রক্রিয়া কিছুটা ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে। কারণ রাশিয়ার ব্যাংকগুলিতে সুইফ কোডের ব্যবহার নিষিদ্ধ করেছে রাশিয়া। তাই ইউক্রেনের উপর রুশ আগ্রাসন বিশ্বব্যাংকের রাশিয়ার উপর অর্থনৈতিক সহায়তা বন্ধ করা ইত্যাদি কারণে ভারতের সমরাস্তরের আধুনিকরণ বেশকিছুটা ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.