দেশের খবর
দেশে আরও নিম্নমুখী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকমাস ধরেই সারা বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল করোনা। জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। তারপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এইভাবে প্রথম এবং দ্বিতীয় ঢেউ কেটে যায়। এরপর গত কয়েকমাস আগে আফ্রিকায় হানা দেয় ওমিক্রন।
ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে ওমিক্রন। ফলে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়তে শুরু করে। করোনা এবং ওমিক্রন রোধের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে সরকার। দেশের বিভিন্ন জায়গায় কড়া বিধিনিষেধ জারি হয়। ফলে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। করোনার তৃতীয় ঢেউয়ের জন্য দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখানে গত কয়েকদিন ধরে অনেকটাই কমেছে করোনা আক্রান্তর সংখ্যা।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৯১ হাজার ৯৩০ জন মানুষ। করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু কমায় কিছুটা স্বস্তি ফিরছে দেশে।