দেশের খবর
দেশে আবারও নিষিদ্ধ করা হল আরও ৫৪ চিনা অ্যাপ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গালওয়ানে চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী এবং চিনা সেনাবাহিনীর দ্বৈরথের সময় কড়া পদক্ষেপ নিয়েছিল ভারত সরকার। ভারতে ব্যবহৃত চিনের ৩০০টি অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। এরপরে আরও ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল।
দেশের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নিয়েছিল সরকার। সরকারের যুক্তি ছিল পিছন থেকে দেশের সেনাবাহিনীকে ছুরি মারছে চিনের সেনা। আর সেই দেশের বিভিন্ন সংস্থার বিভিন্ন অ্যাপ দেশে ব্যবসা করবে, তা হতে পারে না। এরপরেই সরকার জনপ্রিয় টিকটক সহ ৩০০ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল। এবার আরও ৫৪ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত সরকার। সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যেমে অন্য কোনও সফটওয়্যার চলে আসছে এবং সমস্ত তথ্য অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে। তাই দেশের মানুষের নিরাপত্তার জন্যই এই অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।