বিদেশের খবর
ঘুরতে গিয়ে হাঙ্গরের শিকার হলো রাশিয়ার এক যুবককে
রেড-সিতে জল কেলির সময় হাঙরের আক্রমণের মুখে পড়েন সেই যুবক

বেঙ্গল এক্সপ্রেস: ছুটির সময় কাটাতে মিশরে ঘুরতে গিয়েছিলেন এক যুবক। সাথে গিয়েছিলেন তার প্রেমিকা এবং বাবা। মিশরে যাওয়ার পর রেডসিতে না গেলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যেন পূর্ণ হয় না। তাই সবাই মিলে ঘুরতে গিয়েছিলেন সেখানে। রেড-সিতে জল কেলির সময় হাঙরের আক্রমণের মুখে পড়েন সেই যুবক।
যুবকের প্রেমিকা কোনমতে পালিয়ে বাঁচলো হাঙরের মুখ থেকে যুবক বেঁচে পালাতে পারেননি। বাবা প্রেমিকা এবং উপস্থিত অন্যান্য পর্যটকদের সামনেই সেই যুবককে ওই হাঙরটি ছিড়ে খায়। এমন মর্মান্তিকর ঘটনা ঘটার ফলে সেই হাঙ্গরটিকে মেরে ফেলা হয়, এবং তার পেট থেকে উদ্ধার করা হয় যুবকের দেহের অংশবিশেষ।
ওই মৃত যুবকের নাম ভ্লাদিমির পোপোভ, বয়স ২৩ বছর। রাশিয়া থেকে মিশরে ঘুরতে গিয়ে তার এই হাঙ্গরের আক্রমণের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সে ভিডিওতে দেখা গিয়েছিল যে কিভাবে বাঁচার প্রাণপণ চেষ্টা করেছিল ওই যুবক। চিৎকার করে করে আগে বলছিল “বাবা আমাকে বাঁচাও”কিন্তু বাবা যাওয়ার আগেই হাঙর তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে গিয়েছে। সেই গভীর জলে গিয়ে সন্তানকে বাঁচাতে পারেননি তার বাবা। ফলে বেঘরে প্রাণ দিতে হয়েছে তাকে।
আরও পড়ুন-ওয়ার্ল্ড এর মোস্ট ফ্যাসিনাবেল কুইন কে জানেন? জানতে পড়ুন বিস্তারিত
এই মর্মান্তিক্কার ঘটনা ঘটার পর সেই ঘাত ও খাঙ্গোর টিকে সাধারণ মানুষরা পিটিয়ে মেরে ফেলে। হাঙ্গরের পেট থেকে উদ্ধার করা হয় সেই মৃতের দেহাবো শেষ। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, ওই হাঙ্গুর টিকে মিশরের জাদুঘরে সংরক্ষণ করা হবে। হাঙর টাকে মমি বানিয়ে জাদুঘরে রাখা হবে তার দেহ। আপাতত হাঙ্গর দিকে গবেষণার কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। গবেষণার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন তার আগ্রাসী আচরণের কারণ কি ছিল।