আন্তর্জাতিক
উত্তর মিসৌরিতে ট্রেন দুর্ঘটনায় মৃত ৩, আহত ৫০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ট্রাকের ভিতর থেকে একসঙ্গে ৪৬ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ এখনও টাটকা। তার মধ্যেই আমেরিকার মিসৌরিতে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। জখম অন্তত ৫০ জন।
সূত্রের খবর, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৬ মিনিট নাগাদ উত্তর মিসৌরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ‘Amtrak’ নামের ওই প্যাসেঞ্জার ট্রেনটি মোট ২০০ জন যাত্রীকে নিয়ে লস আঞ্জেলস থেকে শিকাগো যাচ্ছিল। ট্রেনের মধ্যে অন্তত ১ ডজন কেবিন ক্রু’ও ছিলেন। সেই সময় আমেরিকার উত্তর মিসৌরির কাছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ফুচকা থেকে ছড়াচ্ছে কলেরা, সাধের ‘পানিপুরি’ বিক্রি নিষিদ্ধ সরকারের
মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস আঞ্জেলস থেকে শিকাগো যাওয়ার পথে মিসৌরির কাছে একটি খোলা লেভেল ক্রসিং এর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ডাম্পারে ধাক্কা মারে ট্রেনটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ বিদেশী সহ ১ জন। মোট ৩ জনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়। এদিকে মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাক থেকে উদ্ধার ৪৬ মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনের ভিতরে আটকে থাকা যাত্রীরা জানলা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করছেন। আহত যাত্রীদের উদ্ধারে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসন এবং জাতীয় সুরক্ষা মোকাবিলা দফতরের কর্মীরা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় ওই এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। তবে কি কারনে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ১৬ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।