ভাগ্য সদয় থাকলে ১০ টাকায় পেয়ে যেতে পারেন জোড়া খাসি, বিলিতি মদ, মুরগি, ইলিশ!
Connect with us

ভাইরাল খবর

ভাগ্য সদয় থাকলে ১০ টাকায় পেয়ে যেতে পারেন জোড়া খাসি, বিলিতি মদ, মুরগি, ইলিশ!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : শিলিগুড়ি শহরে পাওয়া যাচ্ছে ১০ টাকায় গোটা জোড়া খাসি, বিলিতি মদ, গোটা মুরগি, এমনকি ইলিশ মাছ! গল্প মনে হলেও এটাই সত্যি। তবে এসব পাওয়া জন্য আপনাকে ভাগ্য পরীক্ষা করাতে হবে। তাও আবার ১০ টাকার টিকিট কিনে।

শিলিগুড়ি আশ্রম পাড়ার রাজিব মোড়ে হোলি ধামাকা লাকী কুপন ড্র খেলার আয়োজন করা হয়েছে। আর এই লটারি সংস্থার আজব নামও সকলের নজর কেড়েছে। নাম ‘সবাই ভালো, আমরা খারাপ’। মোট টিকিটের সংখ্যা ১০ হাজার। তার মধ্যে ৩১ জন পুরস্কার পাবেন। আপনি হয়তো অবাক হচ্ছেন, ১০টাকার লটারি খেলাতে খাসি, মুরগি, মাছ আবার পুরস্কার হয়না কি! কিন্তু এটাই সত্যি। এই খেলা হবে বুধবার রাত ৮ টায়। লটারি সংস্থা এক সদস্য বললেন, ‘গত ২০ বছর ধরে এই লটারি খেলার আয়োজন করে আসছেন তাঁরা। গত ২ বছর করোনার জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে প্রত‍্যেক বছর হোলির আগে এই লটারির আয়োজন করা হয়। এ বছর ১০ হাজার টিকিট ছাপানো হয়েছে। তবে ৪ দিন আগেই শেষ সব টিকিট।

বহু মানুষ আসছে টিকিট কিনতে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে।’ উদ্যোক্তাদের অনুমান ১০ হাজারে জায়গায় এক লাখ টিকিট ছাপালে হয়তো শেষ হয়ে যেত। যাঁরা লটারির টিকিট কিনতে আসছেন, তাঁরা আয়োজকদের নাম ও পুরস্কার শুনেই আবাক হচ্ছেন। লটারির টিকিট কিনতে আসা এক ব্যক্তি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় লটারি হয়। শোনা যায়, প্রথম পুরস্কার গাড়ি অথবা টাকা পয়সা। কিন্তু এখানে প্রথম পুরস্কার রয়েছে জোড়া খাসি, দ্বিতীয় পুরস্কার রয়েছে একটা খাসি, তৃতীয় পুরস্কার বিলাতি মদ, এছাড়াও ইলিশ মাছ, মুরগিও রয়েছে। যেমন পুরস্কার, তেমন কমিটির নামও। ভাবা যায় কমিটির নাম- সবাই ভালো আমরা খারাপ’। কমিটির নাম, পুরস্কার শুনে হাসিতে পেটে খিল ধরে যাচ্ছে প্রত্যেকের। এখন দেখার, হোলি ধামাকা লাকী কুপন ড্র’তে কার কপালে রয়েছে এই পুরস্কার গুলো।

Advertisement
Continue Reading
Advertisement