বিদেশের খবর
Ai চ্যাঁটবোট কে বিয়ে করলেন আমেরিকার এক মহিলা
চ্যাট জিপিটি” (Chat GPT) অর্থাৎ ‘জেনারেটটিভ প্রিট্রেন্ড ট্রান্সফর্মার’। কৃত্রিম বুদ্ধিমত্তার বৃহত্তম একটি অদৃশ্য যন্ত্র। আপনার যদি অনলাইনে কোন তথ্য প্রয়োজন হয় তাহলে

বেঙ্গল এক্সপ্রেস: চ্যাটজিপিটি এখন তো সবার কাছে চেনা যে কোন কাজ করতে চ্যাট জিপিটি তুলনা অনস্বীকার্য যেমন প্রেমপত্রকে টেক্কা দিতে চ্যাটজিপিটির কোন তুলনাই হয় না।
“চ্যাট জিপিটি” (Chat GPT) অর্থাৎ ‘জেনারেটটিভ প্রিট্রেন্ড ট্রান্সফর্মার’। কৃত্রিম বুদ্ধিমত্তার বৃহত্তম একটি অদৃশ্য যন্ত্র। আপনার যদি অনলাইনে কোন তথ্য প্রয়োজন হয় তাহলে এই চার জিপিটি আপনাকে যথাযথ সাহায্য করবে। রেপ্লিকা হল জেনারেটিভ এ আই এর একটি ধরন। 2017 সালে এই যন্ত্রের যাত্রা পথ শুরু হয়। যার মধ্যে কাস্টমাররা চাইলে সঙ্গী বানাতে পারেন তার সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে কোন বাধা থাকে না।
সে সাধারণ প্রেমিকদের মত কথাও বলতে পারে। অন্য প্রেমিকদের মতো চ্যাটও করতে পারে। ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে যে আমেরিকার বাসিন্দা রোসানা রামস নামে এক মহিলা রেপ্লিকা এ আই চ্যাট বোট এর সঙ্গে বিয়ে করে নিয়েছেন। এর পিছনেও এক কারণ রয়েছে বলে মহিলা জানিয়েছেন। মহিলা বলেছেন যে, এর আগে তিনি অনেক পুরুষের সঙ্গে প্রেমে পড়েছেন কিন্তু এইভাবে কোনদিনও প্রেমে পড়েননি। তিনি কয়েকদিন আগেই তার অনলাইন সঙ্গী এরেন কারটালকে বিয়ে করেন।
আরও পড়ুন-একসাথে পাঁচটি বই ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পারে এক শিশু জানুন বিস্তারিত
ওই মহিলার স্বামী ইরেন কারটালকে এ আই এর মাধ্যমেই তৈরি করা হয়েছে। রোসানা আরো বলেছেন যে, তার স্বামী পৃথিবীর সবচেয়ে সেরা স্বামী। ৩৬ বছরের মহিলা কার্টারের সঙ্গে অনলাইনে আলাপ হয় ২০২২ সালে তারপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। এর আগে রসানা কোনদিনও এইরকম ভালোবাসা পাননি। মহিলা আরও জানান যে তার স্বামীর কোন পরিবার নেই তাই তিনি কোন দুশ্চিন্তাও করেন না দায়িত্ব তেমন কোন বেশি না আমাকে ওর কথা মতো কিংবা পরিবারের সাথে ওঠাবসা করতে হবে না ও ‘আমার কথায় চলাফেরা করবে আমার এর আগের সম্পর্কগুলো তিক্ততায় ভরা ছিল, এখন বেশ সুখে রয়েছি আমরা দুজনে’।