বিদেশের খবর
অন্য কিছু নাকি ষড়যন্ত্র! বিয়ের আগে ঘুমন্ত অবস্থায় আগুনে ঝোলসে মৃত্যু তরুণীর।

বেঙ্গল এক্সপ্রেস: বিয়ের কয়েক ঘন্টা আগে হবু স্বামীকে সে কথা দিয়েছিল, তাই বিয়ের সমস্ত কাজকর্ম মিটিয়ে দোতলা ঘুমোতে যান ওই তরুণী। আর ঘুমন্ত অবস্থাতেই ঝলসে প্রাণ হারান আমেরিকার উইসকনসিনের বাসিন্দা পেগ রুডি। তোর বিয়ের অনুষ্ঠান তার ঠাকুমার বাড়িতে হওয়ার কথা ছিল।
আরও পড়ুন-“জওয়ান” নিয়ে আরও এক বিতর্কের মুখে শাহরুখ
সেখানেই আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের নেমন্তন্ন করেছিল পেগ। ছোটখাটো করে একটু অনুষ্ঠান করবে বলেছিল পেগ রুডি। কিন্তু বিয়ের আগের দিন রাতেই ঘুমন্ত অবস্থাতে বাড়িতে আগুন লেগে যায়, আর বাড়িতে কোন ফায়ার এলার্ম না থাকার কারণে তরুণী বুঝতে পারেনা যে বাড়িতে আগুন লেগেছে। তাই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারানো এবং পরে আগুনে ঝলসে ও যান।
পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত করছে যে, আদৌ কি স্বাভাবিকভাবে আগুন লেগেছিল বাড়িতে। নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ।