দেশের খবর
সামান্য বাড়লেও দেশের দৈনিক সংক্রমণ রইল ১০ হাজারের নিচেই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার দেশের দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও ১০ হাজারের নিচেই রইল। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছিল সাত হাজারের ঘরে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন।
এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩ জন। দৈনিক আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এর মধ্যে ৩৭০ জনেরই মৃত্যু হয়েছে কেরলে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৯, তামিলনাড়ুতে ১৩ এবং পশ্চিমবঙ্গে ১০ জনের মৃত্য হয়েছে। দেশের বাকি রাজ্যগুলিতে পাঁচের কম মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জন। আক্রান্তের সংখ্যা কম হতেই সক্রিয় রোগীর সংখ্যাও কমছে দেশে।
গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ২ হাজার ১০৩ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৫৭ হাজার ৬৯৭টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৩ কোটি ৪৬ লক্ষ ৪৬ হাজার ৯৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭৬ লক্ষ ৫৮ হাজার ২০৩ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১১৮ কোটি ৪৪ লক্ষ ২৩ হাজার ৫৭৩ জনের।